সোমনাথ রায়, নয়াদিল্লি: সন্দেশখালি মামলায় শীর্ষ আদালতে ধাক্কা রাজ্যের। এই ঘটনায় সিবিআই তদন্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। কিন্তু সেই আর্জি খারিজ করে দিল আদালত। একইসঙ্গে রাজ্যকে ‘সুপ্রিম’ প্রশ্ন, শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে এত দেরি কেন? তবে কলকাতা হাই কোর্টের রায়ে রাজ্য পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে যে সব বিরূপ মন্তব্য ছিল, তা বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে।
সন্দেশখালির ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য। ৫৪ দিনের মাথায় অবশেষে গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালির ‘বাহুবলী’ শাহজাহান শেখ। ইডির আর্জিতে সাড়া দিয়ে কলকাতা হাই কোর্ট তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেখানেও তারা ধাক্কা খেল। তদন্তভার সিবিআইয়ের হাতেই রাখার নির্দেশ দিল শীর্ষ আদালত। কেন শাহজাহানকে গ্রেপ্তার করতে প্রায় দেড় মাস সময় লেগে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।
[আরও পড়ুন: মুখ পোড়ার ভয়? ব্রিগেডে পালটা সভা চায় না বিজেপি]
সন্দেশখালি কাণ্ডের তদন্তভার থাকবে কার হাতে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চরমে টানাপোড়েন। প্রথম থেকেই ইডির দাবি ছিল, তদন্তভার দিতে হবে সিবিআইকে। কারণ, রাজ্যপুলিশ তদন্ত করলে তা পক্ষপাতদুষ্ট হতে পারে বলেই বার বার আদালতে তা দাবি করা হয়। পরবর্তীতে শেখ শাহজাহানকে কে গ্রেপ্তার করবে, তা নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়। শেষে আদালতের নির্দেশে সন্দেশখালির ‘বাঘ’কে গ্রেপ্তার করে পুলিশ। প্রথমে হেফাজতে ছিলেন তিনি। বর্তমানে সিবিআই হেফাজতে আছেন শেখ শাহজাহান।