shono
Advertisement

ফাঁসি নিয়ে জটিলতা অব্যাহত, নির্ভয়ার ধর্ষক মুকেশের দ্রুত শুনানির আরজি খারিজ

ফের রায় সংশোধনীর আরজি জানাতে আদালতে মুকেশ। The post ফাঁসি নিয়ে জটিলতা অব্যাহত, নির্ভয়ার ধর্ষক মুকেশের দ্রুত শুনানির আরজি খারিজ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:14 PM Mar 07, 2020Updated: 06:15 PM Mar 07, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ভয়ার ধর্ষক মুকেশের আবেদনের দ্রুত শুনানির আরজি খারিজ করল আদালত। নতুন কিউরেটিভ আরজি জানানোর সুযোগ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মুকেশের আইনজীবী M L Shrama। সোমবার সেই আরজির শুনানি চেয়েছিলেন তিনি। শনিবার তাঁর সেই দ্রুত শুনানির আরজি খারিজ করল সুপ্রিম কোর্ট। আগামী ১৬ মার্চ মুকেশের আবেদনের শুনানি করা হবে বলে জানিয়েছেন বিচারপতি।ফলে ২০ মার্চ চার দোষীর ফাঁসি আদৌ হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েই গেল।

Advertisement

২০১৮ সালে মুকেশের প্রাণভিক্ষার আরজি খারিজ করেছিলেন রাষ্ট্রপতি। সেইসময় তার কিউরেটিভ আরজিও শীর্ষ আদালতে খারিজ হয়ে যায়। কিন্তু মুকেশের বর্তমান আইনজীবী এম এল শর্মার অভিযোগ, রাষ্ট্রপতি আরজি খারিজের সাতদিনের মধ্যেই কিউরেটিভ আরজি জানাতে বাধ্য করেছিলেন মুকেশের তৎকালীন আইনজীবী বৃন্দা গ্রোভার। কার্যত জোর করে মুকেশকে সেই নথিতে স্বাক্ষর করিয়েছিলেন বলেও অভিযোগ। তাই মুকেশ যাতে ‘স্বেচ্ছায়’ ফের একবার এই আবেদন জানাতে পারে, তার ব্যবস্থা করতে তৎপর এম এল শর্মা। একইসঙ্গে তাঁর দাবি, ২০২১ সালের জুলাই পর্যন্ত মুকেশকে সময় দেওয়া হোক। 

[আরও পড়ুন : নারী দিবসের উপহার ASI-এর, স্মৃতিসৌধে বিনামূল্যে প্রবেশাধিকার মহিলাদের]

২০ মার্চ নির্ভয়ার চার দোষীর ফাঁসির দিন ধার্য হয়েছে। এর আগে তিনবার এই পরোয়ানা খারিজ হয়। সেইসময় দোষীরা বারবার আইনি জটিলতার দোহাই দিয়েছে। এবারও সেই পথে হাটছে মুকেশ সিং। এদিকে ১৬ মার্চ যদি মুকেশের আরজি খারিজ না হয়, তাহলে ২০ মার্চ চার দোষীর ফাঁসি নিয়ে ফের জটিলতা তৈরি হবে। পাশাপাশি চার দোষীকে প্রয়োজনে আলাদাভাবে ফাঁসি দেওয়ার আরজি নিয়ে শীর্ষ আদলতে গিয়েছিল কেন্দ্র সরকার। ২৩ মার্চ সেই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। ফলে ২০ মার্চ নির্ভয়া আদৌ সুবিচার পাবে কি না, তা নিয়ে এখনও ধন্দ রয়ে গিয়েছে।  

[আরও পড়ুন : এবার থেকে প্রেসক্রিপশন ছাড়া আর পাওয়া যাবে না N95 মাস্ক]

The post ফাঁসি নিয়ে জটিলতা অব্যাহত, নির্ভয়ার ধর্ষক মুকেশের দ্রুত শুনানির আরজি খারিজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement