shono
Advertisement
Supreme Court

'কোচিং সেন্টার যেন মৃত্যুর চেম্বার', পড়ুয়া মৃত্যুুতে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নোটিস দেওয়া হয়েছে দিল্লি সরকারকে। জবাব তলব করা হয়েছে দিল্লি পুরসভার কাছেও।
Published By: Anwesha AdhikaryPosted: 12:39 PM Aug 05, 2024Updated: 02:13 PM Aug 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির কোচিং সেন্টারে তিন পড়ুয়ার মৃত্যুতে এবার কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের তরফে নোটিস পাঠানো হয়েছে তিন কর্তৃপক্ষের কাছে। কেন্দ্র সরকারের পাশাপাশি নোটিস দেওয়া হয়েছে দিল্লি সরকারকে। জবাব তলব করা হয়েছে দিল্লি পুরসভার কাছেও। উল্লেখ্য, বেসমেন্টে থাকা কোচিং সেন্টারের জলে ডুবে তিন পড়ুয়ার মৃত্যু হয় গত মাসে। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শীর্ষ আদালত। তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কোচিং সেন্টারগুলো মৃত্যুর চেম্বারে পরিণত হয়েছে। 

Advertisement

এদিন বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে শুনানি শুরু হয়। প্রথম থেকেই কোচিং সেন্টারগুলোকে তীব্র ধিক্কার জানান দুই বিচারপতি। তাঁদের মতে, "এই জায়গাগুলো তো মৃত্যুর চেম্বার হয়ে উঠেছে। যদি নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে কোচিং সেন্টার চালানো না যায় তাহলে অনলাইনে পড়াশোনা হোক। ইউপিএসসি পরীক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কোচিং সেন্টারগুলো।"

[আরও পড়ুন: ওবিসি শংসাপত্র বাতিল মামলা: কলকাতা হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

তার পরেই দুই বিচারপতি জানিয়েছেন, কেন্দ্র এবং দিল্লির সরকারকে শোকজ নোটিস দেওয়া হয়েছে। জবাব তলব করা হয়েছে দিল্লি পুরসভার থেকেও। উল্লেখ্য, দিল্লি হাই কোর্টের নির্দেশে অন্তত ৩৬টি কোচিং সেন্টার বন্ধ করা হয়েছিল। উচ্চ আদালতের সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কোচিং ইনস্টিটিউট ফেডারেশন। সেই পিটিশনের উপরেও ১ লক্ষ টাকা জরিমানা করেছে শীর্ষ আদালত।

উল্লেখ্য, ইতিমধ্যেই ৩ ইউপিএসসি পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। শুধু তাই নয়, গোটা ঘটনায় দিল্লি পুরসভা ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে দিল্লি হাই কোর্টের তরফে। আদালতের তরফে জানানো হয়েছে, এই মামলার তদন্ত নিয়ে সাধারণ মানুষের মনে যাতে কোনও সন্দেহের অবকাশ না থাকে তার জন্যই এই মামলার তদন্ত করবে এজেন্সি।

[আরও পড়ুন: হড়পা বান ও ভুমিধসে হিমাচলে মৃত বেড়ে ১৩, নিখোঁজ অন্তত ৪০

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেসমেন্টে থাকা কোচিং সেন্টারের জলে ডুবে তিন পড়ুয়ার মৃত্যু হয় গত মাসে। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শীর্ষ আদালত।
  • দিল্লি হাই কোর্টের নির্দেশে অন্তত ৩৬টি কোচিং সেন্টার বন্ধ করা হয়েছিল। উচ্চ আদালতের সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কোচিং ইনস্টিটিউট ফেডারেশন।
  • ইতিমধ্যেই ৩ ইউপিএসসি পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
Advertisement