shono
Advertisement

বাবরি কাণ্ডে বাদ নয় আদবানির নাম, জানাল সুপ্রিম কোর্ট

প্রবীণ বিজেপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ছিল৷ যা... The post বাবরি কাণ্ডে বাদ নয় আদবানির নাম, জানাল সুপ্রিম কোর্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 03:47 PM Mar 06, 2017Updated: 10:17 AM Mar 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি বিরুদ্ধে থাকা অভিযোগগুলি খারিজ করা যাবে না৷ সোমবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷

Advertisement

নয়া নিয়ম SBI-এর, টাকা জমা দিলেও এবার দিতে হবে বাড়তি চার্জ

১৯৯২ সালে ডিসেম্বর মাসে বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র করেছিলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আদবনি, এমনই অভিযোগ উঠেছিল রায়বেরিলির এক নিম্ন আদালতে৷ মামলায় নাম ছিল মুরলি মনোহর যোশি ও উমা ভারতীর মতো ব্যক্তিত্বদেরও৷ বহু আগেই সেই অভিযোগ খারিজ করে দিয়েছিল নিম্ন আদালত৷ ২০১০ সালের মে মাসে নিম্ন আদালতের রায়কে সমর্থন জানিয়েছিল এলাহাবাদ হাই কোর্টও৷ সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে যায় সিবিআই৷ যার পরিপ্রেক্ষিতে জানিয়ে দেওয়া হয়, আদবানিকে এই মামলা থেকে মুক্তি দেওয়া সম্ভব নয়৷ ‘টেকনিক্যাল গ্রাউন্ড’-এ এটি করা যাবে না৷

জানেন, দেশের কোন শহরে প্রথম পড়ে সূর্যের আলো?

জানা গিয়েছে, শীর্ষ আদালতের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন আদবানির আইনজীবী৷ তাঁর যুক্তি, ষড়যন্ত্রের মামলা আবার উঠলে ১৮৩ জন সাক্ষীকে আবার আদালতে এনে উপস্থিত করতে হবে৷ প্রসঙ্গত, বাবরি মসজিদ ধ্বংসের আরও একটি মামলা চলছে লক্ষাধিক করসেবকদের বিরুদ্ধে৷ যার মীমাংসা এখনও হয়নি৷ মামলায় অভিযুক্তদের মধ্যে নাম ছিল শিবসেনা প্রধান বাল ঠাকরেরও৷ তবে তাঁর মৃত্যুর পর সেই অভিযোগ তুলে নেওয়া হয়৷

বিক্রান্তের পর আজ অবসর নিচ্ছে আইএনএস বিরাট

The post বাবরি কাণ্ডে বাদ নয় আদবানির নাম, জানাল সুপ্রিম কোর্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement