shono
Advertisement

প্যারাগ্লাইডার বানিয়ে তাক লাগালেন এই স্কুলছুট যুবক

এই উড়ানের দাম ধার্য করা হয়েছে মাত্র ৬০ হাজার টাকা৷ The post প্যারাগ্লাইডার বানিয়ে তাক লাগালেন এই স্কুলছুট যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 03:26 PM Feb 24, 2017Updated: 04:26 PM Feb 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের লেখাপড়া শেষ হয়ে গিয়েছে অষ্টম শ্রেণিতেই৷ কিন্তু স্বপ্ন দেখা থেমে যায়নি৷ আর সেই স্বপ্নে ভর করেই স্বল্পমূল্যের প্যারাগ্লাইডার বানালেন কে এ রাজা জ্ঞানপ্রকাশম৷

Advertisement

মাদুরাইয়ের দিন্দিগুল গ্রামের বাসিন্দা রাজা অষ্টম শ্রেণি পর্যন্তই স্কুলে লেখাপড়া করার সুযোগ পেয়েছিলেন৷ কিন্তু আর্থিক এবং পারিবারিক সমস্যা থাকলেও তাঁর লেখাপড়ার ইচ্ছা তাঁকে হার মানে দেয়নি৷ দূরশিক্ষার মধ্যে তিনি ইতিমধ্যেই ইতিহাসে স্নাতকোত্তর পাশ করেছেন৷ এর পাশপাশি ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে তৈরি করে ফেলেছেন প্যারাগ্লাইডার৷ স্বল্প খরচে তৈরি করে ফেলেছেন এই উড়ান৷ অন্যান্য ক্ষেত্রে যেখানে প্যারাগ্লাইডারের দাম যেখানে কম করে ৪ লক্ষ টাকা, সেখানে রাজার তৈরি এই উড়ানের দাম ধার্য করা হয়েছে মাত্র ৬০ হাজার টাকা৷

(মহা শিবরাত্রি সম্পর্কে এই তথ্যগুলি জানেন?)

সংবাদমাধ্যমকে রাজা জানিয়েছেন, ছোটবেলা থেকে তিনি স্বপ্ন দেখেছেন প্যারাগ্লাইডার তৈরির৷ মাত্র ২৩ বছর বয়সেই তিনি প্রথমবার প্যারাগ্লাইডার তৈরির চেষ্টা করেছিলেন৷ কিন্তু তিনি অসফল হন৷ এরপর বহুবার তিনি অসফল হয়েছেন৷ কিন্তু সেই হার তাঁকে দমিয়ে দিতে পারেনি৷ ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়ার পর অবশেষে তৈরি করে ফেলেছেন নিজের স্বপ্নের উড়ান৷

জানা গিয়েছে, এই প্যারাগ্লাইডারে দু’জন ব্যক্তি সফর করতে পারবেন৷ ৫০০ ফুট পর্যন্ত ওড়ার অনুমতি পেয়েছে রাজার তৈরি এই উড়ান৷ ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে চলবে এই প্যারাগ্লাইডার৷

The post প্যারাগ্লাইডার বানিয়ে তাক লাগালেন এই স্কুলছুট যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement