সুমন করাতি, হুগলি: রাজ্যে ফের বেপরোয়া গতির বলি এক স্কুল পড়ুয়া। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল নাবালকের। বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের চাঁদপুর এলাকায়। ঘাতক লরিটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। ব্যাপক উত্তেজনা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম দ্বীপ কোলে। বয়স ১৩ বছর। সে ধনিয়াখালির চাঁদপুর রোডের নন্দকুটি এলাকার বাসিন্দা। তারকেশ্বরের মহেশপুর হাইস্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল দ্বীপ। এদিন সকালে বাড়ি থেকে সাইকেল করে স্কুলে যাচ্ছিল। সেই সময় দ্রুত গতির একটি লরি দ্বীপকে ধাক্কা মারে। অভিযোগ, ধাক্কা লাগার পরও চালক গাড়ি থামাননি। চাকায় তলায় চলে যায় নাবালক। চালক মদ্যপ ছিলেন বলেও অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ছাত্র মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘাতক লরিটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হুগলি গ্রামীণ পুলিশের বিশাল বাহিনী। পুলিশ পৌঁছতেই উত্তেজনা আরও বাড়ে। স্থানীয়রা পড়ুয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘাতক লরির চালককের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।
এক স্থানীয় বাসিন্দা বলেন, "গাড়িটি এক স্কুল পড়ুয়াকে পিষে দেয়। চালক মদ্যপ অবস্থায় ছিল। পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছে।" পুলিশ জানিয়েছে ঘাতক লরি ও চালককে আটক করা হয়েছে। আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।