shono
Advertisement

Breaking News

১৫ নভেম্বর থেকে খুলবে স্কুল-কলেজ, শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্রুত স্কুলগুলিতে স্যানিটাইজেশনের কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
Posted: 02:01 PM Oct 25, 2021Updated: 02:34 PM Oct 25, 2021

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: করোনার (Corona Virus) কারণে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কতদিনে ফের স্বাভাবিক হবে স্কুল-কলেজ, অনলাইন না  অফলাইনে হবে ক্লাস, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সকলের মনে। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে  উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীপুজোর (Kali Puja) পর ১৫ নভেম্বর স্কুল খোলার নির্দেশ দিলেন তিনি।

Advertisement

একাধিক কর্মসূচি নিয়ে ২৪ অক্টোবর অর্থাৎ রবিবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখানেই পড়ুয়াদের সুবিধার্থে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এরপরই মুখ্যসচিবকে স্কুল খোলার নির্দেশ দেন। এদিন মুখ্যসচিবকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বললেন,  “১৫ তারিখ থেকে স্কুল-কলেজ খোলা হোক। তার আগে দু’সপ্তাহের মধ্যেই স্যানিটাইজেশনের কাজ শেষ করতে হবে।” অর্থাৎ পুজোর মরশুম শেষ হতেই ফের স্কুল-কলেজমুখো হবে পড়ুয়ারা। তবে নিয়মিত ক্লাস করানো হবে কি না, করোনা পরিস্থিতিতে প্রতি ক্লাসে কতজন পড়ুয়া থাকবেন, এ বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি। 

[আরও পড়ুন: বাঁশবাগান থেকে উদ্ধার নিখোঁজ মহিলার কঙ্কাল, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন?]

উল্লেখ্য, ২০২০ সালের মার্চে রাজ্যে করোনা থাবা বসানোর পরই খুদেদের সুরক্ষার কথা চিন্তা করে স্কুল-কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। তারপর দেড়বছরের বেশি সময় পেরিয়েছে। তা সত্ত্বেও করোনার কারণে স্কুল খোলা সম্ভব হয়নি। তবে অনলাইনে চলছিল ক্লাস। 

কয়েকমাস আগেই রাজ্যের তরফে জানানো হয়েছিল, পুজোর পর পরিস্থিতি বিবেচনা করে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতোই এবার স্কুল খোলার দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তবে এই পরিস্থিতিতে স্কুল শুরু করা হলে যাতে পড়ুয়াদের কোনওরকম সমস্যা না হয়, সেদিকেও নজর রয়েছে রাজ্যের। 

[আরও পড়ুন: রাজ্যে ফের বাড়ছে কোভিড সংক্রমণ, জেলায় জেলায় নতুন করে কনটেনমেন্ট জোন ঘোষণা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার