shono
Advertisement

Breaking News

Hooghly

হুগলিতে বিজেপির ডিএম অফিস অভিযানে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গেরুয়া সমর্থকদের

বিজেপি রাজ্যে অশান্তি জারি রাখতে চাইছে বলে একাধিকবার অভিযোগ করেছে ঘাসফুল শিবির।
Published By: Gopi Krishna SamantaPosted: 03:51 PM Apr 22, 2025Updated: 03:51 PM Apr 22, 2025

সুমন করাতি, হুগলি: চাকরি বাতিল, মুর্শিদাবাদ অশান্তি-সহ একাধিক ইস্যুতে জেলাশাসকের দপ্তরে বিজেপির অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হুগলিতে। মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ডিএম অফিস অভিযানে নেমেছিলেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। মিছিলটি চুঁচুড়ার ঘড়ি মোড়ের কাছে পৌঁছলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। বাধা প্রতিহত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এনিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা।

Advertisement

মঙ্গলবার চুঁচুড়া তিন নম্বর গেট থেকে বিজেপি কর্মীরা জেলাশাসকের দপ্তরের উদ্দেশে মিছিল শুরু করে। ঘড়ির মোড়ে জেলাশাসকের দপ্তরের অদূরে ব্যারিকেড করে পুলিশ তাঁদের আটকায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চান বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলাকালীন দু’টি ব্যারিকেড ভেঙেও ফেলেন বিজেপি কর্মীরা। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসনের তরফে ডিএম অফিস চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। জেলাশাসকের দপ্তর পর্যন্ত পৌঁছতে চেয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিক্ষোভকারীরা। এরপর দু'পক্ষ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। 

বিজেপি নেতৃত্বের তরফে পুলিশকে জানানো হয়, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাঁদের একাধিক দাবিতে জেলাশাসককে স্মারকলিপি জমা দিতে চান। কিন্তু তাতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এরপরই প্রতিবাদ মঞ্চ থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ‘কুরুচিকর’ ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। বিজেপি কর্মী, সমর্থকদের দাবি, পুলিশের বাধায় শেষপর্যন্ত ডেপুটেশন দিতে পারলেন না তাঁরা।

বিতর্কিত ওয়াকফ আইন প্রত্যাহার নিয়ে কয়েকদিন আগে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের দু’একটি জায়গা। ঘটনার পর রাজ্য পুলিশের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। অশান্তিতে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তিনশোর বেশি। অন্যদিকে, জাফরাবাদে বাবা-ছেলে খুনের তদন্তে মূল অভিযুক্ত-সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই পরিস্থিতিতে বারবার রাজ্যবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মঙ্গলবার হুগলিতে রাজ্যের প্রধান বিরোধী দলের জেলাশাসকের দপ্তর অভিযান ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল, তাতে স্পষ্ট, মুখ্যমন্ত্রীর আবেদনে কর্ণপাত না করে অশান্তি জারি রাখতে অধিক সচেষ্ট তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার হুগলির জেলাশাসকের দপ্তর অভিযানে বিজেপি, পুলিশের সঙ্গে ধুন্ধুমার কর্মী, সমর্থকদের।
  • বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ডিএম অফিস অভিযান, পুলিশের বাধা।
  • বাধার মুখে পড়ে স্মারকলিপি দিতে পারেননি বিক্ষোভকারীরা।
Advertisement