shono
Advertisement
Science & Technology Fair

'দাও শুদ্ধ বায়ু, কেড়ে নিও না আয়ু', হেদুয়ায় বসছে চার দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

বিজ্ঞানকে হাতিয়ার করে শুভবুদ্ধি জাগিয়ে তোলার ডাক দিচ্ছে ২৭তম আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আগামী ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি কলকাতার হেদুয়া পার্কে অনুষ্ঠিত হবে এই মেলা।
Published By: Buddhadeb HalderPosted: 02:43 PM Jan 14, 2026Updated: 02:43 PM Jan 14, 2026

একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার রমরমা, অন্যদিকে গৃহহীন মানুষের দীর্ঘশ্বাস। একদিকে মহাকাশ জয়ের উল্লাস, অন্যদিকে কুসংস্কারের অন্ধকার। এই বৈপরীত্যের মাঝেই বিজ্ঞানকে হাতিয়ার করে শুভবুদ্ধি জাগিয়ে তোলার ডাক দিচ্ছে ২৭তম আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আগামী ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি কলকাতার হেদুয়া পার্কে অনুষ্ঠিত হবে এই মেলা।

Advertisement

এবারের মেলার মূল ভাবনা অত্যন্ত প্রাসঙ্গিক— ‘দাও শুদ্ধ বায়ু, কেড়ে নিও না আয়ু’। দূষণ যখন দানবের মতো নখ-দাঁত বের করে সমাজকে আক্রমণ করছে, তখন প্রকৃতির আকাশ, মাটি আর জলকে আগলে রাখার লড়াইয়ের নেপথ্যে এই মেলা। আয়োজকদের মতে, কেবল গবেষণাগারে নয়, দূষণমুক্ত পৃথিবী গড়তে সাধারণ মানুষকেও বিজ্ঞানমনস্ক হয়ে এগিয়ে আসতে হবে। এই লক্ষ্যেই মেলা চত্বরে মজবুত করা হবে জনবিজ্ঞান আন্দোলনের ভিত।

মেলার নির্ঘণ্ট ও বিশেষ আকর্ষণ
আগামী ১৭ জানুয়ারি ঠিক সন্ধে সাড়ে ৫টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের পদ্মশ্রী প্রাক্তন অধিকর্তা শ্রীমতী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী। এ ছাড়াও সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই চার দিন মেলায় উপস্থিত থাকবেন। ১৮ থেকে ২০ জানুয়ারি প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে সাধারণের জন্য।

মেলার অন্যতম বিশেষ আকর্ষণ হল প্রতিদিন রাত ৮টায় ছোটদের জন্য চলচ্চিত্র প্রদর্শনী। এ ছাড়াও থাকছে কুসংস্কার বিরোধী নানা অনুষ্ঠান, যা বর্তমান সময়ে দাঁড়িয়ে অত্যন্ত জরুরি। ছাত্রছাত্রীদের সৃজনশীলতা বিকাশের জন্য বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি এবং শ্রুতিনাটকের মতো একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সভ্যতার অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে যারা প্রকৃতিকে বিষিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এবারের মেলার মূল বার্তা। প্রকৃতি আমাদের অন্ন আর আশ্রয় দেয়, তাই তাকে রক্ষা করার অঙ্গীকার নিয়েই এই বিজ্ঞান মেলা আবার ফিরছে উত্তর কলকাতার হৃৎপিণ্ডে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement