shono
Advertisement

‘আতঙ্কের ২০ মিনিট’, চন্দ্রযানের দিকে অধীর আগ্রহে তাকিয়ে দেশ

মহাকাশে ইতিহাস তৈরি করতে চলেছে ভারত।
Posted: 02:03 PM Aug 22, 2023Updated: 02:03 PM Aug 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশে ইতিহাস তৈরি করতে চলেছে ভারত। সব ঠিক থাকলে আগামিকাল বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযান! তবে অবতরণের শেষ ২০ মিনিট নিয়েই ইসরোর আশঙ্কার অন্ত নেই। গতি কমিয়ে চাঁদে সফটল্যান্ডিংয়ে আদৌ সফল হবে কি না ল্যান্ডার বিক্রম, তা স্পষ্ট হবে আতঙ্কের সেই বিশ মিনিট কাটলে।

Advertisement

গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল তৃতীয় চন্দ্রযান (Chandrayan 3)। ইসরোর মহাবলী মার্ক-৩ রকেটে চেপে কক্ষপথে পাড়ি দেয় মহাকাশ যানটি। ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটারের যাত্রাপথে এখনও পর্যন্ত যাত্রার প্রতিটি ধাপ সে সফলভাবে পেরিয়েছে। ৫ আগস্ট চাঁদের কক্ষপথে পৌঁছয় চন্দ্রযান। ১৯ আগস্ট মূল যান থেকে বিচ্ছিন্ন হয়ে চন্দ্রপৃষ্ঠের দিকে রওনা দিয়েছে ল্যান্ডার বিক্রম। পেটে রোভার প্রজ্ঞানকে নিয়ে আপাতত অত্যন্ত জটিল প্রক্রিয়া চালাচ্ছে যানটি। তবে, চাঁদে সফটল্যান্ডিংয়ে আদৌ সফল হবে কি না ল্যান্ডার বিক্রম, তা স্পষ্ট হবে আতঙ্কের সেই বিশ মিনিট কাটলে। আর অবতরণের শেষ ২০ মিনিট নিয়েই ইসরোর আশঙ্কার অন্ত নেই।

[আরও পড়ুন: ছিল ব্রিটিশ সাহেবের নয়ণের মণি, ৮৯ বছরে মৃত্যু ভারতের প্রবীণতম হাতির]

উল্লেখ্য, উত্তরসূরি তৃতীয় চন্দ্রযানের (Chandrayaan 3) ‘ল‌্যান্ডার’ মডিউল বিক্রমকে মহাশূন্যে সোমবার অভ‌্যর্থ‌না জানায় চন্দ্রযান-২ এর অরবিটার। মহাকাশ থেকে বার্তা এল ‘সুস্বাগতম বন্ধু’। আর গর্বিত অভিভাবকের মতো ইসরোও (ISRO) মহানন্দে ‘শেয়ার’ করল চন্দ্রপৃষ্ঠের অনতিদূরে, চাঁদমুখী প্রাক্তন এবং বর্তমান সওয়ারির দ্বিপাক্ষিক সংযোগ সুসম্পন্ন হওয়ার সুখবর। সঙ্গে আশ্বস্ত করে আবার এও জানাল যে, চাঁদের মাটিতে অবতরণের প্রাক্কালে শরীর-গতিক একেবারে ‘তোফা’ই আছে ল‌্যান্ডারের। অস্বাভাবিকতা বলতে কিছুই নেই। আলটপকা তাড়াহুড়োও করছে না সে। বরং অসীম ধৈর্য‌ ধরে, খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করছে চাঁদের জমি। খুঁজছে অবতরণ করার উপযুক্ত জায়গা, এমন কিছু যা বিপদ-বর্জিত, আগাগোড়াই নিরাপদ। কম উঁচুনিচু, খানাখন্দে ভরা বা বোল্ডারে পরিপূর্ণ যেন কোনওভাবেই নয়।

চার বছর আগের ব‌্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবারের চাঁদ-সওয়ারিকে যোগ‌্য করে তুলতে ইসরোর বিজ্ঞানীরা যে চেষ্টার কোনও কসুরই রাখেননি, সে বিষয়ে ইতিমধ্যেই সিলমোহর দিয়েছেন বহু বিজ্ঞানী। তবে আগের বার চাঁদের রুক্ষ মাটিতে নাক বরাবর ধাক্কা খেয়ে বিক্রমের পতনের পর যে ব‌্যক্তির কান্নায় ভেঙে পড়ার দৃশ‌্য আজও কোনও ভারতীয় ভুলতে পারেননি, তিনি ইসরোর প্রাক্তন প্রধান, কে সিভান। সেই সিভানও এবার ব‌্যতিক্রমীভাবে আত্মবিশ্বাসী, দ্বিতীয় চন্দ্রযানের করা ‘ভুল’তৃতীয়টি করবে না।

[আরও পড়ুন: চাঁদের দেশে আলো নিয়ে নামছে চন্দ্রযান, ফেসবুকে সরাসরি দেখতে পাবে গোটা দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement