সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ সাল মহাকাশপ্রেমীদের কাছে বেশ উপভোগ্য হতে চলেছে। বছরের গোড়া থেকেই তার ইঙ্গিত মিলছে। গত ৩, ৪ জানুয়ারি আকাশে দারুণ চাঁদের দেখা মিলেছিল। তা অন্যতম বিরল মহাজাগতিক দৃশ্য। সপ্তাহ না ঘুরতেই এবার সৌরজগতের আরেক সদস্যের দেখা দেওয়ার পালা। রাতের আকাশে জ্বলজ্বলে হয়ে উঠবে 'গুরুগ্রহ' বৃহস্পতি! মাঝরাতে আকাশে তাকালে খালি চোখে দেখতে পাবেন। বিশ্বাস হচ্ছে না? খোদ নাসা জানিয়েছে, জানুয়ারির ১০ তারিখ মাঝরাতে সবচেয়ে ভালো বৃহস্পতি দর্শন হবে। কোথা থেকে কীভাবে সবচেয়ে ভালোভাবে দেখতে পাবেন সৌরজগতের সর্ববৃহৎ গ্রহটিকে, তাও জানিয়েছে নাসা।
সূর্যকে কেন্দ্র করে গ্রহদের অবস্থান যদি একটা কাল্পনিক রেখা টেনে বোঝার চেষ্টা করা হয়, তাহলে দেখা যাবে বৃহস্পতির অবস্থান পঞ্চমে। তার আগে রয়েছে মঙ্গল গ্রহ, পৃথিবীর নিকটতম প্রতিবেশী। বৃহস্পতিই সৌরজগতের সবচেয়ে বৃহৎ গ্রহ। পুরাণে গুরু বৃহস্পতির নামের তুলনা করে তাকে 'গুরুগ্রহ'ও বলা হয়। গ্রহের ধর্ম অনুযায়ী তা সূর্যকে প্রদক্ষিণ করে। সেই ঘূর্ণনের জেরেই আগামী ১০ তারিখ মহাকাশে ম্যাজিক ঘটতে চলেছে। ওইদিন সূর্য ও বৃহস্পতির ঠিক মাঝে এসে পড়বে পৃথিবী। ফলে পৃথিবী থেকে সবচেয়ে কম দূরত্বে এসে দাঁড়াবে বৃহস্পতির। তাই পৃথিবী থেকে তা সবচেয়ে ভালো দৃশ্যমান হবে। সবচেয়ে বড়, সবচেয়ে উজ্জ্বল।
কীভাবে দেখবেন? সেই উপায়ও বাতলে দিয়েছে নাসা। জানানো হয়েছে, আগামী ১০ তারিখ অর্থাৎ শনিবার সন্ধ্যা থেকেই আকাশে দেখা দেবে বৃহস্পতি গ্রহ। মিথুন নক্ষত্রমণ্ডলীর ঠিক পাশে তাকালে দেখা যাবে জ্বলজ্বলে এক গ্রহ। তবে রাত যত বাড়বে, তত তা উজ্জ্বলতর হয়ে উঠবে অন্ধকার আকাশে। ঠিক মাঝরাতে সবচেয়ে ভালো দর্শন পাওয়া যাবে। নাসা জানাচ্ছে, ১০ তারিখ বৃহস্পতিকে দেখতে কোনও টেলিস্কোপও লাগবে না। একটি পোস্টে জানানো হয়েছে, 'সন্ধ্যায় পূবাকাশের দিকে তাকালে মিথুন নক্ষত্রমণ্ডলীর পাশেই দৃশ্যমান হবে বৃহস্পতি। রাতের আকাশে জ্বলজ্বলে তারাদের মতোই তা দেখা যাবে।' সাধারণত চাঁদ ছাড়া শুক্র গ্রহ এভাবে রাতের আকাশে দেখা যায়। এবার বিরলতম ঘটনা হিসেবে বৃহস্পতিও দেখা যাবে খালি চোখে।
