shono
Advertisement
Saturn

শনিতেই শনির দশা, বেবাক উধাও সাত বলয়! নেপথ্যে কোন কারণ?

গতকাল সোমবার থেকে উধাও হয়ে গিয়েছে শনি গ্রহের চারদিকে থাকা বলয়গুলো।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 01:57 PM Mar 25, 2025Updated: 01:57 PM Mar 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনির দশা লাগল না কি খোদ শনির কপালে। তা না হলে কী করে বেমালুম গায়েব হয়ে গেল গ্রহটির চারপাশের বলয়! চলতি সপ্তাহের শুরু থেকে ক্রমেই অদৃশ্য হয়ে যাচ্ছিল শনির বলয়। গতকাল সোমবার থেকে উধাও হয়ে গিয়েছে শনি গ্রহের চারদিকে থাকা বলয়গুলো। মহাজাগতিক ইতিহাসে এই ঘটনা অবশ্য বিরল নয়। তাই বলয়গুলো মহাকাশে বিলীন হয়ে গিয়েছে ভেবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ করতে শনির সময় লাগে ২৯ বছর ৪ মাস। এই সময় বলয় এক একরকম কোণে হেলে থাকে। বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি বছরের মার্চ থেকে আগামী ছ'মাস শনির বলয় পৃথিবী থেকে চাক্ষুস করা যাবে না। 

Advertisement

এমনকী টেলিস্কোপেও ধরা পড়বে না বরফের কণা, পাথরের টুকরো, মহাজাগতিক ধুলো দিয়ে তৈরি বলয়গুলো। এর প্রধান কারণ শনির অবস্থান ও ঘূর্ণন। শনি নিজের অক্ষের উপর ২৬.৭ ডিগ্রি কোণে হেলে থাকে। এই অবস্থানের জেরে বলয়গুলির অবস্থান হবে পৃথিবীর সমান্তরাল। এই অবস্থানের কারণে ও শনির বলয়গুলো অত্যন্ত পাতলা হওয়ায় শনিকে ঘিরে থাকতে দেখা যাবে না সেগুলোকে। এই অবস্থান স্থায়ী হয় না। শুধুমাত্র ২৯ বছর ৪ মাসে শনি যখন পৃথিবীকে অতিক্রম করে সেই সময় মর্ত্যবাসী শনির বলয়কে চাক্ষুষ করতে পারে না। বর্তমান সময়ে সূর্যের চারদিকে ঘোরা সম্পূর্ণ করছে শনি। তাই পৃথিবীর সামনে থেকে উধাও
হয়ে গিয়েছে বলয়গুলো।

প্রতি ১৩ থেকে ১৫ বছর অন্তর পৃথিবী-শনির এমন অবস্থান সংঘটিত হয়। মার্চ মাসের পর শনি যত এগোতে থাকবে, ততই ধীরে ধীরে নজরে আসতে থাকবে। বলয়গুলো। কক্ষপথে হেলে থাকার কারণে এ বছর নভেম্বর মাসে ফের অল্প সময়ের জন্য গায়েব হতে পারে শনির বলয়। এর আগে ২০০৯ সালেও একই ঘটনা ঘটে। তখনই বিষয়টি প্রথম নজরে আসে জ্যোতির্বিজ্ঞানীদের। উল্লেখ্য, শনির বলয়ে থাকা মহাজাগতিক ধুলোকণার আকার বালির মতো সূক্ষ্ম হতে পারে আবার বাড়ির
সমানও হতে পারে। সমান্তরালভাবে সাতটি বলয় ঘিরে থাকে শনিকে। তাদের মাঝখানে শূন্যস্থানও থাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি সপ্তাহের শুরু থেকে ক্রমেই অদৃশ্য হয়ে যাচ্ছিল শনির বলয়।
  • গতকাল সোমবার থেকে উধাও হয়ে গিয়েছে শনি গ্রহের চারদিকে থাকা বলয়গুলো।
  • সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ করতে শনির সময় লাগে ২৯ বছর ৪ মাস।
Advertisement