shono
Advertisement

Breaking News

Anirban Bhattacharya

গান গেয়ে 'গুন্ডাগিরি' অনির্বাণের! ক্যামেরায় ধরলেন ঋদ্ধি

হুলি গান ইজম-এর টিজার আসতেই নেটপারায় হইচই।
Published By: Manasi NathPosted: 03:13 PM Mar 27, 2025Updated: 04:56 PM Mar 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় থেকে পরিচালনা হয়ে গান গাওয়া- অনির্বাণ ভট্টাচার্যের একই অঙ্গে কত রূপ! এবার আসছেন আরও এক নতুন রূপে- তাঁর গানের দল 'হুলি গান ইজম' নিয়ে। এই খবর ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন। এবার এসে গেল 'হুলি গান ইজম'-এর প্রথম গানের টিজার।

Advertisement

আগামিকাল, শুক্রবার আনুষ্ঠানিক ভাবে মুক্তি পাবে অনির্বাণের নতুন বাংলা গানের দল 'হুলি গান ইজম'-এর প্রথম গান 'মেলার গান' নিয়ে। গানটা বরাবরই ভালো গান অভিনেতা পরিচালক অনির্বাণ। তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। সৃজিত মুখোপাধ্যায়েরর 'শাজাহান রিজেন্সি' ছবিতে অনির্বাণের গাওয়া 'কিচ্ছু চাইনি' আমি আজও দর্শক-শ্রোতাদের মুখে মুখে ফেরে। এর সঙ্গে মাঝে মধ্যেই মঞ্চে-নাটকে গান গাইতে শোনা যায় অভিনেতাকে। যদিও অভিনেতা সবসময় বিনয়ের সঙ্গে বলে থাকেন, প্রথাগতভাবে কখনওই গানের তালিম নেননি তিনি। এমনকী কোনও বাদ্যযন্ত্রও তিনি বাজাতে শেখেননি। তা সত্ত্বেও বন্ধু শুভদীপ, দেবরাজ, সুশ্রুত, কৃষাণু-সহ ১৫ জনের সঙ্গে দল বেঁধে নিয়ে আসছেন 'হুলি গান ইজম'-এর 'মেলার গান'। আর অনির্বাণের এই মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্ব সামলেছেন আরেক অভিনেতা-পরিচালক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঋদ্ধি সেন।

বুধবার 'মেলার গান'-এর টিজার প্রকাশ্যে আসার পরই নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে। ভিডিওতে অনির্বাণ ও তাঁর দলের ফিউশন পোশাক নজর কেড়েছে নেটিজেনদের। খানিকতা ব্যান্ডপার্টির আদলে তৈরি পোশাকে সেজেছেন সকলে। সেই সঙ্গে 'মেলার গান'কে দর্শক-শ্রোতাদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে ভিডিওতে রয়েছে মাটির গন্ধ। মেঠো পথ, ভাঙা বাড়ি, বট-অশত্থের ঝুরির মাঝে গানের চিত্রায়ন করেছেন পরিচালক ঋদ্ধি। টিজারের দৃশ্যকল্প ইতিমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। প্রথমবার মিউজিক ভিডিও পরিচালনা করার অভিজ্ঞতা ঋদ্ধি নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, 'এই গানের ভিডিও, ভাবনা এবং নির্দেশনার দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে। আমাদের রাজ্যে বা দেশে সিনেমার মিউজিকের চিত্রগ্রহণের বাইরে কোনও ইন্ডিপেন্ডেন্ট গানের মিউজিক ভিডিও নির্মাণের প্রক্রিয়াকে কেউ খুব একটা গুরুত্ব দেয় না, তাই তেমন কোনও কাজের জন্য ভাবনা ব্যয় করার চর্চাও নিম্নগামী, আর প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা? সে কথা না হয় থাক না, আমরাও কিছু এক্সপেরিমেন্টাল করিনি, তবে অনেক ভুরু কুঁচকোনো এবং বাঁকা হাসির মাঝে আমরা চেষ্টা করেছি একটা গানের ভিজ্যুয়াল ন্যারেটিভের চর্চাতে বিশ্বাস রাখার, হয়তো আমাদের কাছে এক্সপেরিমেন্ট এইটুকুই।'

অনির্বাণ কোনও অনুষ্ঠানে ইদানীং যাওয়া মানেই তাঁর কাছে গানের অনুরোধ আসবেই। অনুরাগীদের আবদার রাখতেই তাঁর 'মন্দার', 'অথৈ', 'বল্লভপুরের রূপকথা', 'তালমার রোমিও জুলিয়েট' সিরিজ ও ছবিগুলির গান অ্যালবাম আকারে প্রকাশিত হয়েছে। এবার সেই অনুরাগীদের কথা মাথায় রেখেই নিয়ে আসছেন 'হুলি গান ইজম'- যার বাংলা অর্থ 'গুন্ডাগিরি'। তবে কি এবার গান নিয়ে গুন্ডাগিরি করবেন অনির্বাণ? সেটা তো সময় বলবে। আপাতত গান মুক্তির অপেক্ষা। এসভিএফ মিউজিকের প্রযোজনায় গানটি মুক্তি পাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসে গেল অনির্বাণের 'হুলি গান ইজম'-এর প্রথম গানের টিজার।
  • আগামিকাল,শুক্রবার, আনুষ্ঠানিক ভাবে মুক্তি পাবে অনির্বাণের নতুন বাংলা গানের দল 'হুলি গান ইজম'-এর প্রথম গান 'মেলার গান' নিয়ে।
  • অনির্বাণের এই মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্ব সামলেছেন আরেক অভিনেতা- পরিচালক জাতীয় পুরস্কার প্রাপ্ত ঋদ্ধি সেন।
Advertisement