shono
Advertisement
Alipurduar

গাছের গায়ে পেরেক ঠুকে সচেতনতার বার্তা! বিতর্কে জড়াতেই কী সাফাই মন্ত্রীর?

মন্ত্রীর ওই ভিডিও পোস্ট করে সোশাল মিডিয়ায় নিন্দার ঝড়।
Published By: Sucheta SenguptaPosted: 11:11 AM Sep 16, 2025Updated: 11:20 AM Sep 16, 2025

রাজ কুমার, আলিপুরদুয়ার: প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ার ডাক দিয়ে সচেতনতার বার্তা মন্ত্রীর। কিন্তু সেই কাজ করতে গিয়ে রাজ্যের মন্ত্রী যা করলেন, তা এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রে। আলিপুদুয়ারের বক্সা পাহাড়ের এক গাছের গায়ে পেরেক ঠুকে পরিবেশ সচেতনতার বোর্ড টাঙিয়ে দিয়েছেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। সেই ভিডিও ভাইরাল হতেই বিতর্কের মুখে পড়েছেন তিনি। ঘটনা এবং মন্ত্রীর সাফাই নিয়ে তুমুল নিন্দার ঝড় জেলার অন্দরে। মন্ত্রীর নিজের সচেতনতা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন পরিবেশপ্রেমীরা। তাঁদের বক্তব্য, এভাবে কাণ্ডে পেরেক পোঁতার ফলে গাছের আয়ু কমে যাবে। তবে এসবের জবাবে মন্ত্রীর পালটা সাফাই, ''ওটা হালকা পেরেক, গাছের কিছু ক্ষতি হবে না।''

Advertisement

ঘটনাটা ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, শনিবার আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের প্লাস্টিক দূষণমুক্ত এবং 'মিশন নির্মল বাংলা'র লক্ষ্যে বক্সা পাহাড় পরিদর্শন করেন কৃষি বিপনণ মন্ত্রী বেচারাম মান্না। ওইদিন বিভিন্ন পাহাড়ি গ্রাম প্লাস্টিকমুক্ত করার আহ্বান জানান মন্ত্রী। পাহাড়ের বিভিন্ন গ্রামে ডাস্টবিন বিলি করেন। এছাড়া পরিবেশ প্লাস্টিকমুক্ত করার আবেদন জানিয়ে বিভিন্ন এলাকায় কাঠের ফলক লাগানো হয়। কিন্তু সেই ফলকগুলি পেরেক ঢুকে গাছের গায়ে লাগিয়ে দেন মন্ত্রী। আর এতেই বিতর্ক তৈরি হয়েছে।

বক্সা পাহাড়ে গাছের গায়ে পেরেক ঠুকে বসানো হল সচেতনতা ফলক! নিজস্ব ছবি।

এনিয়ে সরব হয়েছে পরিবেশপ্রেমী মহল। এমনকী মন্ত্রীর গাছে পেরেক ঢুকে ফলক লাগানোর ওই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে নিন্দায় মুখর তাঁরা। বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার করে তুলে কটাক্ষ করতে ছাড়েনি জেলা বিজেপি নেতৃত্বও। সকলের একটাই প্রশ্ন, মন্ত্রী একজন প্রশাসনের উচ্চপর্যায়ে থাকা কর্তা হয়ে কীভাবে গাছের গায়ে পেরেক ঠুকলেন? এতে গাছ ক্ষতিগ্রস্ত হয়।

সোশাল মিডিয়ায় মন্ত্রীর কাজের সমালোচনা।

আলিপুরদুয়ার নেচার ক্লাবের সম্পাদক ত্রিদিবেশ তালুকদারের ব্যাখ্যা, ''এভাবে গাছের কাণ্ডে ছিদ্র করলে সেখান দিয়ে জল, পোকামাকড় ঢোকে। তা কাণ্ডের ভিতরের নরম অংশের ক্ষতি করে। এতে গাছের আয়ু কমে। গাছটি যতদিন বাঁচার কথা, তার চেয়ে অনেক আগে তা মৃত হয়ে যায়। তাই প্লাস্টিকমুক্ত করতে মন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানালেও তাঁর ওই কাজ আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।'' যদিও মন্ত্রী বেচারাম মান্নার দাবি, যে পেরেক গাছের গায়ে লাগানো হয়েছে, তা হালকা। গাছের বিশেষ কোনও ক্ষতি হবে না। এই দাবি যে কতখানি অন্তঃসারশূন্য, তা সাধারণ মানুষমাত্রই বুঝবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আলিপুরদুয়ারের বক্সায় গাছের গায়ে পেরেক ঠুকে সচেতনতার ফলক!
  • বিষয়টি নিয়ে বিতর্কে জড়ালেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না।
  • তাঁর পালটা সাফাই, 'হালকা পেরেক, গাছের ক্ষতি হবে না।'
Advertisement