shono
Advertisement

রাজ্যে ফের গরমে মৃত্যু, হুগলিতে প্রাণ গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশকর্মীর

এক রুটমার্চের পর, আর এক রুটমার্চ চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন। The post রাজ্যে ফের গরমে মৃত্যু, হুগলিতে প্রাণ গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশকর্মীর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:38 PM May 04, 2019Updated: 07:38 PM May 04, 2019

দিব্যেন্দু মজুমদার, হুগলি: এলাকায় রুটমার্চ করার সময়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। এ রাজ্যে ভোটের ডিউটি করতে এসে প্রবল গরমে মারা গেলেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। ঘটনাটি ঘটেছে হুগলির জাঙ্গিপাড়ায়।

Advertisement

[আরও পড়ুন: প্রচারে যাওয়ার পথে দুর্ঘটনা, গুরুতর আহত বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর]

মৃত জওয়ানের নাম লালদিন টুলুঙ্গা। বাড়ি, মিজোরামে। ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ন বা IRB-র চাকরি করতেন লালদিন। লোকসভা ভোটে হুগলির জাঙ্গিপাড়ায় ডিউটি পড়েছিল। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে জাঙ্গিপাড়ার ফুরাফুরাতে যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চ করছিলেন, তখন প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েন লালদিন। তাঁকে ভরতি করা হয় ডানকুনির একটি বেসরকারি হাসপাতালে। শনিবার সকালে মারা যান IRB-র ওই জওয়ান। মিজোরামের লালদিন টুলুঙ্গার বাড়িতে খবর পাঠিয়েছে হুগলি জেলা প্রশাসন। এদিকে আবার হুগলির চণ্ডীতলায় শুক্রবার কেন্দ্রীয় বাহিনীকে রুটমার্চ করানোর পর গরমে অসুস্থ হয়ে পড়েন এসআই অনুপ রায়। রাতে হাসপাতালে তিনি মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। পঞ্চম দফায় আগামী ৬ মার্চ ভোট হুগলি জেলার দুটি লোকসভা কেন্দ্রে।

এবার প্রবল গরমে মধ্যেই রাজ্যে চলছে লোকসভা ভোট। শিলিগুড়ি থেকে পুরুলিয়ায় ভোটে ডিউটি করতে গিয়েছিলেন রাজ্য সশস্ত্র পুলিশের এএসআই বাদল চক্রবর্তী। কিন্তু, পুরুলিয়ার গরম সহ্য করতে পারেননি তিনি। দিন কয়েক আগে সরকারি গেস্ট হাউসেও অসুস্থ হয়ে পড়েন ওই পুলিশকর্মী। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান তিনি।

[ আরও পড়ুন: সামান্য অসুস্থদের জন্য সরকারি হাসপাতালে চালু অবজারভেশন রুম]

The post রাজ্যে ফের গরমে মৃত্যু, হুগলিতে প্রাণ গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশকর্মীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement