shono
Advertisement

পৃথক রেল বাজেট বন্ধ করার প্রস্তাব

তবে কি আগামী বছর থেকে পেশ হবে না পৃথক রেল বাজেট? The post পৃথক রেল বাজেট বন্ধ করার প্রস্তাব appeared first on Sangbad Pratidin.
Posted: 08:13 PM Jun 23, 2016Updated: 03:44 PM Jun 23, 2016

দেবশ্রী সিনহা: তবে কি আগামী বছর থেকে পেশ হবে না পৃথক রেল বাজেট? শতাব্দীপ্রাচীন এই ঐতিহ্য এখন প্রশ্নের মুখে৷ রেল বাজেটকে কেন্দ্রীয় বাজেটের সঙ্গে যুক্ত ও একত্রে পেশ করার জন্য নীতি আয়োগের তরফে প্রধানমন্ত্রীর দফতরে সুপারিশ করা হয়েছে৷ সুপারিশে বলা হয়েছে, রেলের দুরবস্থা ফেরানোর জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি৷ শুধুমাত্র রেলকে রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করা হয়েছে এতদিন৷ রেল বাজেট অভিন্ন হলে, সেক্ষেত্রে লোভনীয় বড় বড় ঘোষণা করা আর সম্ভব হবে না৷ ফলে হাল ফিরবে ভারতীয় রেলের৷

Advertisement

নীতি আয়োগ সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দফতর থেকে রেল ও কেন্দ্রীয় বাজেটকে একসঙ্গে পেশ করা নিয়ে খতিয়ে দেখতে বলা হয়েছিল৷ জানতে চাওয়া হয়েছিল যদি এই দুটি বাজেট একসঙ্গে পেশ করা হয় তাহলে তার লাভ-লোকসান কী হতে পারে৷ নির্দেশ পাওয়া মাত্রই নীতি আয়োগের সদস্য বিবেক দেবরায়ের নেতৃত্বে তৈরি হয় এই রিপোর্ট৷ যেখানে বলা হয়েছে, সংবিধানে কোথাও উল্লেখ করা নেই যে আলাদা রেল বাজেট পেশ করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের৷ তাই সরকার চাইলেই রেল বাজেট বন্ধ করতে পারে৷ সেক্ষেত্রে কোনওরকম আইনভঙ্গর পরিস্থিতিও উৎপন্ন হবে না৷ রিপোর্টে বলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের আঞ্চলিক স্বার্থে নানা ঘোষণা করে এসেছে এতদিন৷ নিজ রাজ্যে নিত্যনতুন ট্রেন ও রুটের ঘোষণা, নতুন কারখানার ঘোষণা করা হয়েছে এত বছর ধরে৷ অথচ, সার্বিকভাবে রেলের উন্নতির দিকে নজর দেয়নি কেউই৷

পাশাপাশি বলা হয়েছে, রেল বাজেটের মোট ১০টা ভাগ হয়৷ যার মধ্যে মাত্র দুটি ভাগের জন্য সংসদের মঞ্জুরির প্রয়োজন থাকে৷ সে দু’টি হল, গত আর্থিক বছরের আয়-ব্যয়ের খতিয়ান ও নতুন আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় বরাদ্দ এবং পরিকল্পিত ব্যয়৷ এই দুই বিষয়কেই কেন্দ্রীয় বাজেটে সম্মিলিত করা যাবে৷ যেমনটি ঠিক অন্যান্য মন্ত্রকের ক্ষেত্রে হয়ে থাকে৷ এছাড়া, যে কোনও ‘অ্যাকশন প্ল্যান’ তৈরির দায়িত্ব থাকবে রেলেরই কাছে৷ নীতি আয়োগের এই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে সাউথ ব্লকে৷ পিএমও সূত্রে খবর, ২০ পাতার এই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে রেলমন্ত্রকে৷ জবাব চেয়ে জানতে চাওয়া হয়েছে রেলমন্ত্রকের মতামতও৷ তারপরেই অর্থমন্ত্রক, রেলমন্ত্রক ও প্রধানমন্ত্রীর দফতর এই বিষয়ে সিদ্ধান্ত নেবে৷

The post পৃথক রেল বাজেট বন্ধ করার প্রস্তাব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement