shono
Advertisement

শান্তি বজায় রাখতে মোমিনপুরে আরও চারদিন জারি ১৪৪ ধারা, সাংবাদিক বৈঠকে ঘোষণা CP’র

মোমিনপুরের অশান্তিতে পুলিশকে ভর্ৎসনা করেছে আদালত।
Posted: 05:13 PM Oct 12, 2022Updated: 06:45 PM Oct 12, 2022

অর্ণব আইচ: উৎসব শেষেই অশান্তির আঁচ লেগেছিল কলকাতার (Kolkata)বুকে। মোমিনপুর, একবালপুর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। এতে রাজনীতির রংও লেগেছে। হাই কোর্টে (Calcutta HC) এই সংক্রান্ত মামলা দায়ের হলে অশান্তি দমনে পুলিশের ভূমিকা নিয়ে ভর্ৎসনা করেছেন বিচারপতিরা। রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের কমিশনারের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ দেয় উচ্চ আদালত। এরপরই লালবাজারে সাংবাদিক বৈঠক করেন কলকাতা পুলিশের কমিশনার (CP) বিনীত গোয়েল। তিনি জানান, আপাতত পরিস্থিতি শান্ত, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আর শান্তির স্বার্থেই আরও চারদিন ১৪৪ ধারা (Section 144) জারি থাকবে।

Advertisement

লালবাজারে সাংবাদিক সম্মেলনে পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

ঘটনার সূত্রপাত শনিবার রাতে মোমিনপুরের (Mominpur) ময়ূরভঞ্জ রোডে। দুই গোষ্ঠীর সংঘর্ষে ইটবৃষ্টি হয়। রবিবার দুপুরে ফের উত্তেজনা ছড়ায় ওয়াটগঞ্জ ও একবালপুর থানা এলাকায়। একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। ঘটনায় কলকাতা পুলিশের (Kolkata Police) উচ্চপদস্থ আধিকারিক-সহ বেশ কয়েকজন আহত হন। ঘটনায় এখনও পর্যন্ত ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। 

[আরও পড়ুন: ছড়াচ্ছে জেহাদের বিষ, বাংলাদেশে আত্মপ্রকাশ করল নতুন জঙ্গি সংগঠন] 

ওইদিন ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বুধবার লালবাজার থেকে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, ”সেদিনের ঘটনায় যারা যারা জড়িত ছিল, তাদের চিহ্নিত করা হয়েছে। এখন এলাকায় শান্তি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু পোস্ট উসকানিমূলক। কিন্তু এলাকাবাসীর কাছে আমার অনুরোধ, এসবে কান দেবেন না। এসব যারা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছে। এখনও পর্যন্ত ৫ টি মামলা দায়ের হয়েছে, ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪৪ ধারা জারি ছিল, আজ তা শেষ হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে আরও চারদিন তা বাড়ানো হল।” 

[আরও পড়ুন: ‘টাকার পাহাড়’ নিয়ে লোকাল ট্রেনে সফর! নৈহাটিতে নামতেই পুলিশের জালে যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement