shono
Advertisement

গেট পাহারা থেকে সোজা ক্লাসরুম, জেএনইউয়ের রাশিয়ান বিভাগে মেধাবী ছাত্র

জেএনইউয়ের নিরাপত্তারক্ষীর এমন সাফল্যে খুশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ The post গেট পাহারা থেকে সোজা ক্লাসরুম, জেএনইউয়ের রাশিয়ান বিভাগে মেধাবী ছাত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 05:32 PM Jul 16, 2019Updated: 05:32 PM Jul 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষার কোনও বয়স হয় না৷ আর সৎ লক্ষ্য ও নিষ্ঠা থাকলে, স্বপ্ন পূরণ হয়ই৷ এই স্বপ্নপূরণ কাহিনীর নায়ক জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তারক্ষী৷ বই, খাতাকে সঙ্গী করেই যিনি প্রহরীর কাজ করেছেন৷ তাঁর সঙ্গে পরিচয় করে নেওয়া যাক৷

Advertisement

[আরও পড়ুন: অমতে বিয়ে করায় অন্তঃসত্ত্বা মেয়েকে নৃশংসভাবে খুন করল বাবা]

রামজল মীনা৷ রাজস্থানের করৌলির বছর চৌত্রিশের বাসিন্দা এই মুহূর্তে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করেন৷ অবশ্য এখন তাঁর এই পরিচয় গৌণ৷ মুখ্য পরিচয় হল, এবার থেকে এই মীনাই গটগটিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকবেন পড়তে৷ বসবেন রাশিয়ান ক্লাসে৷ অবাক হলেন? কিন্তু এটাই খাঁটি সত্যি৷ এবছর রীতিমতো প্রবেশিকা পরীক্ষায় সফল হয়ে রাশিয়ান বিভাগে স্নাতকে ভরতি হয়েছেন মীনা৷ এমন অসাধ্য সাধন করে তিনি বলছেন, ‘জেএনইউ তো শিক্ষার ক্ষেত্রে সামাজিক বৈষম্যে বিশ্বাসী নয়৷ এখানকার ছাত্রছাত্রী, শিক্ষকরা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন৷ আমার মনে হচ্ছে, রাতারাতি আমি বিখ্যাত হয়ে গেছি৷’

জেএনইউয়ের এই নিরাপত্তারক্ষী রাজস্থানের ভাজেরা গ্রামের একজন দিনমজুরের ছেলে৷ অভাব-অনটনের জেরে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল৷ হাল কিন্তু ছাড়েননি৷ মাঝে সংসারের চাপে পড়ে বিয়ে করা, তিন সন্তানের বাবা হওয়া৷ এক কামরার একটি ফ্ল্যাটে কোনওক্রমে দিন গুজরান৷ তারপর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীর কাজ পেয়েই যেন জীবনটা তাঁর পালটে গেল৷ এখানকার শিক্ষার পরিবেশ দেখে স্বপ্নটাকে সত্যি করার সাহসটা পেলেন৷ নিজের উদ্যোগে বই, খাতা নিয়ে নেমে পড়লেন৷

মিনা বলছেন, ‘সবচেয়ে কাছের কলেজটাই ৩০ কিলোমিটার দূরে ছিল৷ বাবার সঙ্গেও আমাকে কাজ করতে হত৷ ফলে নিয়মিত কলেজে গিয়ে পড়াশোনা করতে পারতাম না৷’ তবে কাজের ফাঁকেই মন বসিয়েছিলেন রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, হিন্দিতে৷ এই তিনটি বিষয় নিয়ে রাজস্থান বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক হন মীনা৷  

[আরও পড়ুন:প্রায় ১৪০ দিন পর ভারতের জন্য আকাশপথ খুলে দিল পাকিস্তান]

এরপর কাজের ফাঁকে ফাঁকে রুশ ভাষা শিখতে থাকলেন, পুরোপুরি নিজের উদ্যোগে৷ রোজ খবরের কাগজ খুব মন দিয়ে পড়তেন৷ আর কয়েকজন ছাত্রছাত্রী তাঁকে নিয়মিত নোট দিতেন৷ ব্যাস, এভাবেই প্রস্তুতি চলে৷ আর তারপরের ঘটনা তো ইতিহাস৷ জেএনইউর রেকর্ডেও সম্ভবত এই প্রথম এমন একজন ছাত্র ভরতি হলেন৷

তাঁর এই সাফল্যে বিস্মিত, উচ্ছ্বসিত জেএনইউ কর্তৃপক্ষ৷ ভাইস চ্যান্সেলর এম জগদেশ কুমার বলছেন, ‘আমরা সবসময়ে অন্য ধরনের সামাজিক অবস্থান থেকে উঠে আসা ছাত্রছাত্রীদের উৎসাহ দিই৷ তাঁদের চিন্তাধারাকে অন্য পথে চালিত করে জীবনটা একটু গুছিয়ে দিতে চাই৷’ বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে থেকে রাজমল মিনার সোজা ক্লাসে চলে ঢুকে পড়ার এই জার্নি এখন অনেকের কাছেই অনুপ্রেরণার৷  

 

The post গেট পাহারা থেকে সোজা ক্লাসরুম, জেএনইউয়ের রাশিয়ান বিভাগে মেধাবী ছাত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement