shono
Advertisement

Breaking News

ইজরায়েলি মতে বিয়ে করলেন ‘মাদার’ সোফিয়া

দেখুন কেমন করে রথে চড়ে বিয়ে করতে এসেছিলেন ‘সন্ন্যাসিনী’৷ The post ইজরায়েলি মতে বিয়ে করলেন ‘মাদার’ সোফিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 06:53 PM Apr 25, 2017Updated: 02:36 PM Apr 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরই ঘোষণা করেছিলেন সন্ন্যাসগ্রহণ করেছেন তিনি৷ তারপর ইনস্টাগ্রামে শুরু হয়েছিল তাঁর মোক্ষলাভের পালা৷ কখনও তিনি নিজেকে শিবের জন্মদাত্রী হিসেবে দাবি করেছেন, কখনও যোগের জন্য ভোগ ত্যাগ করার গল্প শুনিয়েছেন, কখনও আবার পায়ে স্বস্তিক চিহ্ন এঁকে জন্ম দিয়েছেন বিতর্কের৷

Advertisement

[১৬ বছর পর অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা মিলল আমির খানের]

যে ঈশ্বরের ইচ্ছেতে ‘মাদার’ সোফিয়া হায়াত যোগ নিয়েছিলেন, সেই ঈশ্বরের ইচ্ছেতেই ফের ভোগসর্বস্ব সংসারে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ দিনক্ষণ সবই আগে থেকেই ঠিক হয়েছিল৷ সে মতোই লন্ডনে বসেছিল বিয়ের আসর৷ রথে চড়েই বিয়ে করতে এসেছিলেন তিনি৷

#sofiavladwedding

A post shared by Jayraj JR | london (@jayrajjr) on

ভালবেসেই রোমনিবাসী ভ্লাড স্ট্যানেস্কোর সঙ্গে ইজরায়েলি মতে গাঁটছড়া বাঁধলেন সোফিয়া৷

#sofiavladwedding #

A post shared by Jayraj JR | london (@jayrajjr) on

সন্ন্যাসিনী নিজে সেজেছিলেন রানির সাজে৷ তাও বোধহয় ছিল ঈশ্বরের ইচ্ছে৷

#sofiavladwedding

A post shared by Hana (@hana_180196) on

নিমন্ত্রিতদের তালিকাও ছিল বেশ লম্বা৷ প্রাক্তন বিগ বস প্রতিযোগী নিমন্ত্রণ জানিয়েছিলেন অস্মিত প্যাটেল, রাখি সাওয়ান্তদের৷ প্রাক্তন বয়ফ্রেন্ড রোহিত শর্মাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন সোফিয়া৷ বলেছিলেন বিয়েতে এলে চুমু খেয়ে সব রাগ-দুঃখ মিটিয়ে নেবেন৷ তা অবশ্য হয়নি৷ তবে আয়োজন ছিল এলাহি৷

#sofiavladwedding

A post shared by Hana (@hana_180196) on

[ভগবান শ্রীকৃষ্ণও নগদহীন লেনদেনে বিশ্বাসী ছিলেন, মত আদিত্যনাথের]

The post ইজরায়েলি মতে বিয়ে করলেন ‘মাদার’ সোফিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement