shono
Advertisement

Breaking News

লক্ষ্মণের জন্মদিনে কেন গব্বরকে টেনে আনলেন শেহবাগ?

জন্মদিনে সেই কবজিকেই কুর্নিশ জানালেন শেহবাগ৷ তবে চিরাচরিত ঢঙে নয়, একেবারে শেহবাগি কায়দাতেই৷ The post লক্ষ্মণের জন্মদিনে কেন গব্বরকে টেনে আনলেন শেহবাগ? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:24 PM Nov 01, 2016Updated: 03:15 PM Nov 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ হাত মুঝে দে দে ঠাকুর- গব্বরের মুখের এ কথা সারা দেশের মানুষ জানেন৷ কিন্তু এ দেশের অন্তত একজনের জন্য সে কথা বদলে ফেলতে হত গব্বরকে৷ আর সে কথা জানেন শুধু শেহবাগ, দেশবাসীকে শোনালেন কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণের জন্মদিনে৷

Advertisement

জন্মদিনের শুভেচ্ছা জানানোও যে কত ‘হটকে’ হতে পারে তার একের পর এক নমুনা সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন শেহবাগ৷ ঠিক যেভাবে ব্যাট ঘোরানোয় বানচাল করে দিতেন বোলারদের সব হিসেবনিকেশ, সেভাবেই নেটিজেনদের ভাবনাচিন্তার সীমানা পেরিয়ে ছক্কা হাঁকান এক একটি টুইটেও৷ ভিভিএস লক্ষ্মণের জন্মদিনে সেরকমই এক মাস্টারস্ট্রোকে তিনি টেনে আনলেন শোলে ও গব্বরের প্রসঙ্গ৷ হ্যাঁ, একমাত্র লক্ষ্মণ যদি শোলে-তে থাকতেন, তাহলে গব্বর বোধহয় শুধু তাঁর কবজিটাই চাইত৷ এমনটাই মত শেহবাগের৷ আর তা যে একটুও বাড়াবাড়ি নয়, তা জানে সারা দেশবাসী৷ ক্রিকেটে কবজির মোচড়ও যে শিল্প হয়ে উঠতে পারে তা প্রমাণ করে দিয়েছিলেন এই হায়দরাবাদি ব্যাটসম্যান৷ আর তাই জন্মদিনে সেই কবজিকেই কুর্নিশ জানালেন শেহবাগ৷ তবে চিরাচরিত ঢঙে নয়, একেবারে শেহবাগি কায়দাতেই৷

 

The post লক্ষ্মণের জন্মদিনে কেন গব্বরকে টেনে আনলেন শেহবাগ? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement