shono
Advertisement

লক্ষ্য স্থায়ী সরকার গঠন, মহারাষ্ট্রে জট কাটাতে ফের বৈঠকে এনসিপি-কংগ্রেস

রবিবারের বৈঠক থেকে সমাধানের আশায় এনসিপি। The post লক্ষ্য স্থায়ী সরকার গঠন, মহারাষ্ট্রে জট কাটাতে ফের বৈঠকে এনসিপি-কংগ্রেস appeared first on Sangbad Pratidin.
Posted: 05:20 PM Nov 16, 2019Updated: 05:20 PM Nov 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : রাজ্যে এখন রাষ্ট্রপতি শাসন। কারণ, বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের প্রক্রিয়া বিশ বাঁও জলে পড়ে যায়। এনডিএ জোট ভেঙে বেরিয়েও জট কাটাতে ব্যর্থ হয়েছে শিব সেনা। দীর্ঘ নাটকের পর মহারাষ্ট্রে এখন জারি রাষ্ট্রপতি শাসন। তবে ফের জট কাটাতে উদ্যোগী এনসিপি ও কংগ্রেস।

Advertisement

রবিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে ফের আলোচনায় বসছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। মহারাষ্ট্রের জোট সরকার গঠন নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হবে। একথা জানিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরও শিব সেনা জানিয়েছিল, কংগ্রেসের সঙ্গে জোটে তাঁদের সমস্যা নেই। কিন্তু সমস্যা ছিল কংগ্রেসের। সেই জট কাটাতে সম্ভবত এনসিপির এই উদ্যোগ। শরদ পওয়ার ইতিমধ্যেই জানিয়েছেন যে জোট সরকার গড়তে তাঁরা শিব সেনাকে পাঁচ বছরের মুখ্যমন্ত্রিত্ব দিতে রাজি। কিন্তু বাইরে থেকে কংগ্রেসের সমর্থন না হলে দু’য়ে দু’য়ে চার হবে না। 

[আরও পড়ুন :রাডারে ‘আরবান নকশাল’রা, আধাসেনাকে কঠোর ব্যবস্থার নির্দেশ অমিত শাহর ]

সূত্রের খবর, তিনটি দলই নূন্যতম কর্মসূচিতে সহমত পোষণ করেছে। পওয়ারের এই ঘোষণার পরেই কংগ্রেসের তরফ থেকে ওই কথা জানান মহারাষ্ট্রের কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ‘কংগ্রেস একা সিদ্ধান্ত নিতে পারে না। এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ১৭ নভেম্বর তাই আগে একটি বৈঠকে বসবেন। তাঁরা আমাদের জোট নিয়ে আগামীতে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে আলোচনা করবেন। যে সমস্যা ছিল, তা কীভাবে, কোন পদ্ধতিতে সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা হবে।’  মল্লিকার্জুন খাড়গে আরও জানিয়েছেন, ‘আমরা আশা করছি, একবার দুই নেতা একসঙ্গে বসে আলোচনা করার পরেই পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে, অর্থাৎ জোট নিয়ে যে সমস্যা রয়েছে তা সমাধানের পথ বেরতে পারে।’

অপরদিকে এনসিপি প্রধান শরদ পওয়ার বেশ আত্মবিশ্বাসী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘শিবসেনার সঙ্গে এনসিপি-কংগ্রেস জোট হাতে হাত ধরে সরকার গঠন করবে মহারাষ্ট্রে। এই সরকার পাঁচ বছরের পূর্ণ মেয়াদের সরকার হবে। আমরা সকলেই এই সরকারের পাঁচ বছর টিকে থাকা নিশ্চিত করব।’

[আরও পড়ুন :আদালতের নির্দেশ ছাড়া শবরীমালা যেতে ইচ্ছুক মহিলাদের নিরাপত্তা দেবে না কেরল সরকার]

The post লক্ষ্য স্থায়ী সরকার গঠন, মহারাষ্ট্রে জট কাটাতে ফের বৈঠকে এনসিপি-কংগ্রেস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement