সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সামরিক সম্পর্ক নিয়ে উত্তেজনা যেন ক্রমেই বাড়ছে৷ এবার দশেরা উৎসবের রাম-রাবণের লড়াইয়েও থাকতে চলেছে সার্জিক্যাল স্ট্রাইকের ছোঁয়া৷ শিবসেনার পক্ষ থেকে বুধবার বারাণসীতে রাম-রাবণ যুদ্ধের পোস্টার টাঙানো হল৷ আর সেই যুদ্ধে রামের জায়গায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাবণের জায়গায় দেখা যাচ্ছে পাক প্রধান নওয়াজ শরিফকে৷ এতেই থেমে নেই পোস্টারের কারিকুরি৷ পোস্টারে রয়েছেন অরবিন্দ কেজরিওয়ালও৷ রাবণপুত্র মেঘনাদের ভূমিকায় দেখা যাচ্ছে কেজরিকে৷
শিব সেনার পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে উরি জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তান যে কাজ করেছে তাতে তাদের কোনও অংশে রাবণের চেয়ে কম বলে মনে করা সম্ভব নয়৷ সেই সঙ্গে আপ সুপ্রিমো কেজরিওয়াল সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে যে ধরনের প্রশ্ন করছেন তাতে মনে করা হচ্ছে তিনিও অন্যভাবে পাকিস্তানকেই মদত দিচ্ছে! আর সেই জন্যই শরিফ এবং কেজরিকে শত্রুপক্ষ হিসাবে চিহ্নিত করা হয়েছে পোস্টারে৷