shono
Advertisement

এনডিএ বৈঠকে গরহাজির উদ্ধবের দল, সংসদেও বিরোধী আসনে বসার ঘোষণা শিব সেনার

বালাসাহেব ঠাকরের মৃত্যুদিনে কটাক্ষের শিকার প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। The post এনডিএ বৈঠকে গরহাজির উদ্ধবের দল, সংসদেও বিরোধী আসনে বসার ঘোষণা শিব সেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:57 PM Nov 17, 2019Updated: 03:57 PM Nov 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিব সেনার জনক বালাসাহেব ঠাকরের মৃত্যুদিনেই ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগল উদ্ধব ঠাকরের দল। মুম্বইয়ে প্রাক্তন মুখমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস যখন বালাসাহেব স্মারকে শ্রদ্ধা জানিয়ে ফিরে যাচ্ছেন। তখন শিব সেনা কর্মী-সমর্থকরা তাঁদের দলই সরকার বানাবে বলে স্লোগান তোলেন। দেবেন্দ্র ফড়ণবিসকে কটাক্ষও করেন। যার জেরে সাময়িকভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Advertisement

[আরও পড়ুন: মন্দির তৈরির জন্য খালি হচ্ছে চেন্নাই উপকূল, বাস্তুহারা অলিভ কচ্ছপের দল]

তার আগেই শিব সেনার রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত জানান, দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাঁরা রবিবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বৈঠকে উপস্থিত থাকবেন না। পাশাপাশি সোমবার থেকে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশনে বসবেন বিরোধীদের জন্য নির্দিষ্ট আসনে। রাজ্যসভাতেও বসার জায়গা বদলে নেওয়া হবে।

এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘বালাসাহেবের জন্য আমরা সবকিছু করতে পারি। সরকার তৈরি হবেই। উদ্ধবজী শিব সেনা থেকে মুখ্যমন্ত্রী হবে বলে বালাসাহেবকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা তা পূরণ করবই। আপনারা খুব তাড়াতাড়ি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে একজন শিব সৈনিককে দেখতে পাবেন।’

[আরও পড়ুন: রাম নাম লিখলেই ব্যাংকের তরফে মিলবে পুরস্কার! কীভাবে জানেন?]

এপ্রসঙ্গে রবিবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রল্লাদ যোশী বলেন, ‘শিব সেনা এনডিএর বৈঠকে আসছে না। তাদের মন্ত্রী অরবিন্দ সাওয়ান্তও পদত্যাগ করেছেন। তারা এখন কংগ্রেসের সঙ্গে কাজ করার চেষ্টা করছে। তাই স্বাভাবিক ভাবেই ওরা বিরোধী আসনে বসতে চাইছে। আমরাও এতে সম্মতি দিয়েছি। আমরা তাদের লোকসভা ও রাজ্যসভা দু’জায়গাতেই বিরোধী আসনে বসানোর ব্যবস্থা করছি।’

The post এনডিএ বৈঠকে গরহাজির উদ্ধবের দল, সংসদেও বিরোধী আসনে বসার ঘোষণা শিব সেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement