shono
Advertisement

Breaking News

ভারতীয় অর্থনীতিতে জোড়া ধাক্কা, রেকর্ড পতন শেয়ার বাজারে

কেন এই পতন? The post ভারতীয় অর্থনীতিতে জোড়া ধাক্কা, রেকর্ড পতন শেয়ার বাজারে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:29 PM Oct 04, 2018Updated: 02:29 PM Oct 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজার খুলতেই শেয়ার বাজারে বড় ধ্বস৷ বৃহস্পতিবার সকালে শেয়ার বাজার খোলার পরেই ৬১৪.৪৭ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স৷ বম্বে স্টক এক্সচেঞ্জ ও নিফটিতে পতন অব্যাহত৷ বিএসই পড়েছে ৫৫০ পয়েন্ট৷ এই পতন বিএসই-র ইতিহাসে নজির গড়েছে বলে জানা গিয়েছে৷ অন্যদিকে, মার্কিন ডলারের তুলনায় টাকার দর নেমেছে৷ ডলার পিছু টাকার দাম দাঁড়িয়েছে ৭৩.৭০ টাকা৷ একদিকে শেয়ারে পতন অন্যদিকে ডলারের তুলনায় টাকার দাম চড়তে থাকায় বড় দুর্যোগের মুখে ভারতীয় অর্থনীতি৷

Advertisement

[পোলিও টিকায় ভাইরাস, তিন রাজ্যে দেড় লক্ষ শিশুর শরীরে সংক্রমণের আশঙ্কা]

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, আজ সকালে বাজার খুলতেই হুড়মুড়িয়ে পতন নামে শেয়ার বাজারে৷ ৬১৪.৪৭ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়ায় ৩৫, ৯৭৫.৬৩তে৷ একই ভাবে বিএসই ৫৫০ পয়েন্ট পড়ে দাঁড়ায় ১০, ৮৪৩.৭৫৷ বাজার শুরুতেই এই পতনের জেরে অন্যান্য ক্ষেত্রেও তার প্রভাব পড়তে শুরু করে৷

[মুসলিম বলে মেলেনি সুবিচার, মৃত ছেলের জন্য ধর্মান্তরিত হলেন বাবা]

কিন্তু, কেন এই পতন? শেয়ার বাজারে পতনের পেছনে প্রধানত দু’টি কারণকেই দায়ী করেছেন অর্থনীতিবিদের একাংশ৷ তাঁদের মতে, লাগাতার পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি ও ডলারের তুলনায় টাকার পতনের জেরেই এই ঘটনা৷ এই মুহূর্তে বেশ খানিকটা চাঙ্গা মার্কিন অর্থনীতি৷ গত দু’চার মাসে মুনাফাও পাচ্ছেন লগ্নিকারীরা৷ ফলে, ভারতের অস্থির অর্থনৈতিক পরিস্থিতির ঝুঁকি নিতে চাইছেন না অনেকেই৷ বরং শেয়ার না কিনে ডলারের উপর বিনিয়োগ বাড়ছে৷ ফলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে ভারতীয় শেয়ার বাজার৷ লাগাতার জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও অর্থনীতি কোনও দিশা দেখতে না পাওয়ায় ভারতের বাজারে বিনিয়োগ করতে উৎসাহ হারাচ্ছেন বিদেশিরা৷ ফলে, লগ্নির অভাব ও টাকার নিম্নমুখী দৌড়ের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই জানা গিয়েছে৷ অন্যদিকে, একাধিক ভারতীয় কোম্পানি ও শিল্পপতিকে কালো তালিকায় ফেলল বিশ্বব্যাংক৷ বিভিন্ন দেশে তাদের নানা প্রকল্পে বাধা দিয়েছে তারা৷ বিশ্বব্যাংকের সর্বশেষ বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, ভারতের অলিভ হেলথকেয়ারকে জালিয়াতি এবং দুর্নীতির জন্য বাদ দেওয়া হয়েছে৷ এই খবরেও আতঙ্ক ছড়িয়ে শেয়ার বাজারে৷ তবে, এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আজই উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৈঠকে বাজার অর্থনীতি নিয়ে কী বার্তা দেন নমো, এখন সেদিকেই তাকিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷  

The post ভারতীয় অর্থনীতিতে জোড়া ধাক্কা, রেকর্ড পতন শেয়ার বাজারে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement