সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের প্রথম দিনে চাঙ্গা শেয়ার বাজার। দালাল স্ট্রিটে আশা জাগিয়ে ঊর্ধ্বমুখী সূচক। সোমবার, বাজার খুলতেই একলাফে প্রায় ২.৮ শতাংশ বা ৬০০ পয়েন্ট বেড়ে ৩২ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায় সেনসেক্স। বাজার খুলতে ৯ হাজার ৩৪৮ পয়েন্টে শুরু হয়ে নিফটি পৌঁছে যায় ৯ হাজার ৪৩৯ পয়েন্টে।
[আরও পড়ুন: করোনা LIVE UPDATE: করোনা আক্রান্তের শক্তি মন্ত্রকের এক কর্মী, সিল করা হল অফিস]
বিশ্লেষকদের মতে, করোনা মহামারির আবহেও সোমবার ঊর্ধ্বমুখী এশিয়ার বাজার। যার প্রভাবে গতি বৃদ্ধি হয়েছে ভারতীয় বাজারেরও। পাশাপাশি, কেন্দ্রের একাধিক সিদ্ধান্তে পালে হওয়া লেগেছে সূচকের। এদিন, IRCTC-র শেয়ার দর প্রায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১২ মে থেকে দেশজুড়ে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন চালানোর নেয় কেন্দ্র। তারপরই উপরের দিকে ডানা মেলে IRCTC-র শেয়ার। একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রিলায়্যান্স ইনডাস্ট্রিজ, মারুতি সুজুকি, টাটা গ্রুপ ও ইন্দাসইন্ড ব্যাংকের শেয়ার দরও। উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহে রিলায়্যান্স জিও-তে প্রায় ৫৯ হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে ফেসবুক, সিলভার লেক ও ভিস্তা| এই তিন মার্কিন সংস্থার লগ্নিতে বেশ কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বিদেশি লগ্নিকারীরা। যার প্রভাব পড়েছে শেয়ার বাজারে।
তাৎপর্যপূর্ণভাবে, গডরেজ প্রপার্টিস, মতিলাল ওসওয়াল-সহ ১৩টি কোম্পানি আজ ত্রৈমাসিক আয়ের বিবরণ দেবে। সেদিকে তাকিয়ে রয়েছে বাজার। করোনা মহামারির জেরে ব্যবসায় কতটা প্রভাব পড়েছে এবং পড়লে তা কতটা কাটিয়ে উঠতে পারছে সংস্থাগুলি, সেডীকেই থাকবে নজর। বাজার বিশ্লেষকদের মতে, সপ্তাহের শুরুতে সবুজের কোঠায় খাতা খুললেও চাপানউতোর চলবে বাজারে। সেনসেক্স ঘোরাফেরা করবে ৩২ হাজারের ঘরেই। একইভাবে নয়ের কোঠায় থাকবে নিফটি। ইতিমধ্যে অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার যে পদক্ষেপ করেছে, সেগুলি ছাড়াও লগ্নিকারীদের বিশ্বাস ফেরাতে আরও বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে কেন্দ্রকে।
[আরও পড়ুন: ছেলে সেজে ধর্ষণের প্রস্তাব দিয়েছিল ছাত্রীই! বয়েজ লকার রুম তদন্তে নয়া মোড়]
The post সপ্তাহের শুরুতেই চাঙ্গা শেয়ার বাজার, দালাল স্ট্রিটে আশার আলো appeared first on Sangbad Pratidin.