shono
Advertisement

Breaking News

কোন দলের জার্সি গায়ে উঠবে মেসির? আগুয়েরো জানিয়ে দিলেন ক্লাবের নাম

মেসির ঘনিষ্ঠ বন্ধু আগুয়েরো।
Posted: 06:48 PM Feb 25, 2023Updated: 06:57 PM Feb 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি(Lionel Messi) এর পরে কোন ক্লাবের হয়ে খেলবেন? প্যারিস সাঁ জাঁ-তেই কি দেখা যাবে তাঁকে? নাকি বার্সেলোনায় ফিরবেন? মেজর লিগ সকারে আবার দেখা যাবে না তো মেসিকে? বিশ্বজুড়ে মেসিকে নিয়ে প্রশ্ন আর প্রশ্ন। আর্জেন্টাইন তারকা নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে টুঁ শব্দটি করেননি। কিন্তু মেসির ঘনিষ্ঠ বন্ধু সের্জিও আগুয়েরো (Sergio Romero) সত্যিটা জানিয়ে দিয়েছেন এক সাক্ষাৎকারে।

Advertisement

মেসির পরবর্তী ঠিকানা কোথায়? কী বললেন আগুয়েরো? প্রাক্তন আর্জেন্টাইন জানিয়েছেন মেসি তাঁর দেশের ক্লাবে ফেরার ভাবনাচিন্তা করছেন। আর সেই ক্লাবের নাম নিউয়েল ওল্ড বয়েজ। আগুয়েরো বলেছেন, ”নিউয়েলে ফেরার ভাবনাচিন্তা করছে মেসি।” 

[আরও পড়ুন: ‘আমাকে তো ব্যর্থ অধিনায়কই ধরা হয়েছিল’, অভিমানী কোহলি]

 

 

আরেক আর্জেন্টাইন প্রাক্তন ম্যাক্সি রডরিগেজ অবশ্য বিষয়টা লঘু করার চেষ্টা করেন। মজা করে, রসিকতা করে মেসির নিউয়েল ওল্ড বয়েজে ফেরার ব্যাপারটা ধামাচাপা দিতে চান রডরিগেজ। ম্যাক্সি রডরিগেজ বলেন, ”কুন ইজ কুন। ও শান্ত থাকতে পারে না।” ম্যাক্সি রডরিগেজ আরও বলেন, ”দেখা যাক কী হয়। এখনই এ প্রসঙ্গে কিছু বলা ঠিক নয়। বড় ধরনের জল্পনা তৈরি হতে পারে। সময় এর উত্তর দেবে। দেখা যাক কী হয়।”

২০২১ সালে বার্সেলোনা ছেড়েছিলেন মেসি। ক্যাটালান ক্লাব থেকে প্যারিস সাঁ জাঁ-য় আসেন তিনি। তবে আগুয়েরো যতই বলুন মেসি নিউয়েল বয়েজে ফেরার চিন্তাভাবনা করছেন, আর্জেন্টাইন তারকাকে নিয়ে জল্পনা জোরালো হচ্ছে। বার্সেলোনার পাশাপাশি ইন্টার মায়ামির সঙ্গেও নাম জড়াচ্ছে মেসির। তবে আর্জেন্টাইন মহাতারকা শেষপর্যন্ত কোন ক্লাবে সই করেন, সেটাই দেখার।

[আরও পড়ুন: শোয়েব ‘বিভ্রান্ত সুপারস্টার’, ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে কটাক্ষ রামিজ রাজার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement