সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ের বহু স্কুলে বোমাতঙ্ক! অন্তত ১৩-১৪টি স্কুলে ইমেল করে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। এমনটাই জানা যাচ্ছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে। তবে কাউকে আতঙ্কিত হতে বারণ করছে পুলিশ।
চেন্নাইয়ের (Chennai) অতিরিক্ত পুলিশ কমিশনার প্রেম আনন্দ সিনহা সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, ”আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। দেখে তো মনে হচ্ছে ভুয়ো মেল। কিন্তু আমরা সবরকম সতর্কতা অবলম্বন করেছি। এর পিছনে কে রয়েছে তা খুঁজে বের করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে। প্রায় ১৩-১৪টি স্কুল এমন মেল পয়েছে। এমন মেলের পিছনে উদ্দেশ্য কী, এর উৎসবই বা কী তা এখনও জানা যায়নি। যতদূর জেনেছি কোনও মেলেই কিছু দাবি করা হয়নি।”
[আরও পড়ুন: দিল্লিতে মেট্রো স্টেশনের দেওয়াল ভেঙে মৃত্যু প্রৌঢ়ের, ঘটনায় বরখাস্ত ২ আধিকারিক
এছাড়াও পুলিশ জানিয়েছে, গ্রেটার চেন্নাই সিটি পুলিশ ও বম্ব ডিজপোজাল অ্যান্ড ডিটেকশন স্কোয়াডের দল পাঠানো হয়েছে ওই স্কুলগুলিতে। সেই সঙ্গে এও জানানো হয়েছে, কেউ যেন আতঙ্কিত না হয়ে পড়েন। এদিকে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ার পর দ্রুত স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়। অভিভাবকদের বলা হয় পড়ুয়ারা যেন বাড়িতেই থাকে।