সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসিসিআই সভাপতির পদ থেকে অনুরাগ ঠাকুরের অপসারণের পর এবার প্রশ্নের মুখে আসন্ন ভারত-ইংল্যান্ড ওয়ান-ডে এবং টি-২০ সিরিজ। জানুয়ারিতেই ইংল্যান্ড ক্রিকেট দলের ভারত সফরে আসার কথা। সূত্রের খবর, অনুরাগ ঠাকুরের অপসারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে তৈরি হওয়া ডামাডোল পরিস্থিতির জেরে বাতিল হয়ে যেতে পারে এই দুটো সিরিজ।
সুপ্রিম কোর্টের রায়ে অনুরাগ ঠাকুরের সভাপতি পদ বাতিল হয়ে যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড এখন দিশেহারা। বর্তমান সভাপতির আসন ফাকা থাকায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অপারগ বোর্ড। আচমকা অনুরাগ ঠাকুরকে সরানোর পর সর্বোচ্চ আদালত বিসিসিআই সহ-সভাপতিদের মধ্যে থেকে একজনকে বোর্ডের কার্যভার গ্রহণ করার নির্দেশ দিয়েছে। কিন্তু সমস্যা হল, বোর্ডের বেশিরভাগ জ্যেষ্ঠ সদস্যরাই সভাপতি পদের অযোগ্য।এক্ষেত্রে তাই আসনটি ফাঁকাই থেকে যাচ্ছে।
অন্যদিকে, লোধা কমিটির সুপারিশের তীব্র বিরোধিতা করে বিসিসিআই। এই কমিটির সুপারিশ লাগু হলে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলি বাধ্য হয়ে বাতিল করে দিতে হবে বলে জানায় বোর্ড।
The post প্রশ্নের মুখে ভারত-ইংল্যান্ড আসন্ন সিরিজ! appeared first on Sangbad Pratidin.