সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের ছেলে ঘরে ফিরেছে। কারাবাস পর্ব শেষে আবার মন্নতে ফিরেছেন শাহরুখপুত্র আরিয়ান (Aryan Khan)। আর সেই প্রত্যাবর্তনে কেবল কিং খানের পরিবার-পরিজনই নয়, মেতে উঠেছে দেশজুড়ে ছড়িয়ে থাকা তাঁর কোটি কোটি অনুরাগীরাও। মন্নতের বাইরে ঢল নেমেছে মানুষের। ছেলে বাড়ি ফেরায় স্বাভাবিক ভাবেই আনন্দে ভাসছেন শাহরুখ (Shah Rukh Khan)। শোনা গিয়েছে, শিগগিরি নাকি দাদরের সিদ্ধি বিনায়ক মন্দিরে (Siddhivinayak temple) প্রার্থনা করতে যেতে পারেন বাদশাহ। শাহরুখ ঘনিষ্ঠ সূত্র থেকেই এমনটা জানা যাচ্ছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এবিষয়ে ওই সূত্র জানিয়েছেন, ”ছেলে আরিয়ানের মুক্তির পরে এবার শাহরুখ সম্ভবত শিগগিরি সিদ্ধি বিনায়ক মন্দিরে যেতে পারেন প্রার্থনা করতে। এভাবেই গণপতি বাপ্পাকে কৃতজ্ঞতা জানাবেন তিনি।” উল্লেখ্য, শাহরুখ খান বরাবরই গণেশ ভক্ত। প্রতি বছরই পরিবারের সঙ্গে ধুমধাম করে মন্নতে গণেশ উৎসব পালন করেন তিনি। তাঁর বাড়িতে একটি গণেশ মূর্তিও রয়েছে। এবছরের গণেশ উৎসবের সময়ও সোশ্য়াল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু অক্টোবরের গোড়াতেই খান পরিবারে নেমে এসেছিল অন্ধকার। অবশেষে শাপমুক্তির আনন্দে ফের সিদ্ধিদাতার কাছে শ্রদ্ধা জানাতে যাওয়াই মনস্থ করে ফেলেছেন কিং খান।
[আরও পড়ুন: ‘ভাল গল্পে গোঁজামিল দিয়ে কী লাভ?’ ‘তিতলি’র শেষ পর্বের শুটিংয়ের পর অকপট মধুপ্রিয়া]
বৃহস্পতিবার জামিন পেয়ে গিয়েছিলেন আরিয়ান খান। তবে সেদিন ঘরে ফেরা হয়নি শাহরুখপুত্রের। জামিন সংক্রান্ত অফিসিয়াল সব কাজ মিটতে দেরি হওয়ায় শুক্রবার রাতটাও আরিয়ানকে থাকতে হয়েছিল হেফাজতে। ফলে অপেক্ষার প্রহর ক্রমশই দীর্ঘ হয়েছিল শাহরুখ ও তাঁর আপনজনদের।
অবশেষে শনিবার সকাল সকালই ঘরে ফিরে আসেন আরিয়ান। আগে থেকেই শাহরুখের বাড়ি মন্নতের সামনে শুরু হয়ে যায় রীতিমতো উৎসব। দেখা যায় অনুরাগীদের ভিড়। তাঁরা কেউ পড়ছিলেন হনুমান চালিসা, আবার কেউ পোস্টার হাতে হাজির ছিলেন মন্নতের সামনে। বাজছিল ঢাক ঢোল। আরিয়ান ও শাহরুখের নাম করে শোনা যাচ্ছিল চিল চিৎকার। দিওয়ালির আগেই যেন মন্নত সেজে উঠেছিল আলোয়।