সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধুই বিতর্ক নয়। ‘পাঠান’ ছবি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। অন্তত, শাহরুখ অনুরাগীদের কাছে তো বটেই। ফিল্ম সমালোচকরা মনে করছেন, এই ছবি মুক্তির প্রথম দিনই ৩৫ থেকে ৪০ কোটি টাকার ব্যবসা করবে। শাহরুখের ‘পাঠান’ যে রেকর্ড গড়তে চলেছে, তা কিন্তু অনুমাণ করা যাচ্ছে। তবে শাহরুখের এই পাঠান নিয়ে বিতর্ক ছড়ালেও, জানেন কি এই ছবির জন্য শাহরুখ কিন্তু অনেকটা কমই পারিশ্রমিক নিয়েছেন। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাহরুখ নাকি পাঠান ছবির জন্য অক্ষয়ের থেকেও কম পারিশ্রমিক নিয়েছেন। যেখানে অক্ষয় কাটপুতলি ছবির জন্য ১২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, সেখানে শাহরুখ নাকি ‘পাঠান’ ছবির জন্য ৩৫ থেকে ৪০ কোটি টাকা পারিশ্রমিকেই কাজ করেছেন! তবে এই নিয়ে যশরাজের অন্দর থেকে কোনওরকম মন্তব্য করা হয়নি।
বিতর্ক চলছে বিতর্কের পথে। কিন্তু ‘পাঠান’ (Pathaan) নিয়ে উত্তেজনার কমতি নেই। শাহরুখ অনুরাগীরা কোমর বেঁধে নেমে পড়েছেন ছবির প্রচারে। আর তার মধ্যে নতুন খবর হল, শাহরুখের ‘পাঠান’ ছবি একের পর এক রের্কড গড়ছে, মুক্তির আগেই! কী রেকর্ড? আসুন একে একে দেখা যাক।
অ্যাডভান্স বুকিংয়ে ইতিমধ্যেই নজর কেড়েছে ‘পাঠান’। ট্রেন্ড বলছে, ওপেনিংয়েই সবাইকে বাজিমাত করবে এই ছবি। সমীক্ষা বলছে, অগ্রিম বুকিংয়ে হালফিলের ‘ব্রহ্মাস্ত্র’, ‘কেজিএফ ২’-এর রেকর্ডও ভেঙে ফেলবে পাঠান।
[আরও পড়ুন: প্রেমিকা হলেই মিলবে বড় বাড়ি-গাড়ি! বলেছিলেন ঠগ সুকেশ, বিস্ফোরক অভিযোগ নোরা ফতেহির ]
শুধু তাই নয়, জানা গিয়েছে, মুম্বইয়ের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘গাইতেয়ি গ্যালাক্সি’তে এই প্রথম সকাল ৯ টা সময় দেখানো হবে পাঠান (Pathaan)। আর এ ব্য়বস্থা করেছে মুম্বইয়ের শাহরুখ ফ্যান ক্লাব।
‘পাঠান’ ছবি নিয়ে বিতর্কের শেষ নেই। মুক্তির দিন যত এগোচ্ছে পাঠান ছবি নিয়ে বিতর্কের আগুন যেন আরও বেড়েই চলেছে। এই যেমন, পাঠান নিয়ে সোমবার দিল্লি হাইকোর্ট এক নতুন নির্দেশ দিল। দিল্লি হাইকোর্টের তরফ থেকে পাঠান ছবির প্রযোজনা সংস্থা যশরাজকে জানিয়ে দেওয়া হল, এই ছবির ওটিটি মুক্তির জন্য মানতে হবে বিশেষ গাইডলাইন। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, ওটিটি মুক্তির আগে ছবির সাবটাইটেল আগে থেকে জমা দিতে হবে। কেননা,সাবটাইটেলে যেন ভুল তথ্য দেখানো না হয় তার জন্যই এই ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া, সেন্সর বোর্ডের ছাড়পত্রও জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্কের শেষ নেই। তার ফলে সেন্সর বোর্ডের কড়া নজরে সিদ্ধার্থ আনন্দের ছবি। কাঁচির কোপে কি বাদ পড়ছে ‘বেশরম রং’? তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সেন্সর বোর্ডের তরফে এখনও কিছুই জানানো হয়নি। তবে সেন্সর বোর্ডের রিপোর্ট ভাইরাল সর্বত্র। ভাইরাল হওয়া ওই রিপোর্ট আদৌ সত্যি কিনা, তা অবশ্য এখনও পরিষ্কার নয়।
ওই রিপোর্ট অনুযায়ী, মোট ১০টিরও বেশি দৃশ্যে কাঁচি চালাতে চলেছে সেন্সর বোর্ড। ছবির বেশ কিছু সংলাপে বদল আনতে হবে। ‘Raw’ শব্দের বদল করতে হবে। অন্তত ১৩টি জায়গায় পিএমও অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তরের কথা উল্লেখ রয়েছে। সেগুলিও পরিবর্তন করতে হবে। ‘বেশরম রং’ গানটি বাদ যাবে না। তবে গানটির নাচের দৃশ্যে সামান্য বদল করতে হতে পারে। যৌন আবেদনে ভরা নাচের পোজে কিছু বদল হবে। তবে গেরুয়া বিকিনিতে কোনও পরিবর্তন হবে না। যদিও ভাইরাল হওয়া এই রিপোর্টটির সত্যাসত্য স্বীকার করেনি সেন্সর বোর্ডও।