সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার অভিধানে জায়গা করে নিলেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে প্রকাশিত হওয়া এবছরের সাংকেতিক ভাষার অভিধানে (Sign language Dictionary ) যোগ হল শাহরুখের নাম। এবার সাংকেতিক ভাষাতেও বোঝানো যাবে বলিউড বাদশার কথা। তবে শাহরুখ বলিউডের প্রথম অভিনেতা নন, যাঁর নাম এই অভিধানে এসেছে। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর, অমিতাভ বচ্চন, সলমন খানের নামও যোগ করা হয়েছিল এই অভিধানে।
সাংকেতিক ভাষায় কীভাবে বোঝাবেন শাহরুখকে?
এই অভিধান অনুযায়ী, আপনার ডান হাতের আঙুলগুলিকে বন্দুকের মতো ধরে নিজের হৃদয়ে দু’বার গুলি মারার ভঙ্গি করলেই বোঝা যাবে আপনি শাহরুখ খানের কথা বলছেন। জানা গিয়েছে, শাহরুখের অভিনয় সোজা হৃদয়ে গিয়ে স্পর্শ করার বোঝাতেই এই সংকেতের ব্যবহার করা হয়েছে। তবে এসআরকের অনুরাগীরা মনে করছেন, শাহরুখের জনপ্রিয় পোজ, দু’হাত মেলে দাঁড়িয়ে থাকাটাই সাংকেতিক অভিধানে জায়গা করে নিতে পারত!
[আরও পড়ুন: আমির খানের ‘লাল সিং চাড্ডা’য় ডুয়ার্সের মেয়ে, শুটিংয়ে জন্য মুম্বই পাড়ি অভিনেত্রীর]
তবে শুধু শাহরুখ নয়, অভিধানে যোগ হয়েছে শহিদ ভগৎ সি, অনলাইন ব্যাঙ্কিং, কারপুলিং, অ্যান্টিট্রাস্ট নীতি, টাইট ফিটিং ক্লোথ। অভিধানটি ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার দ্বারা ডিভিডি আকারে এবং ভারী মুদ্রণ সংস্করণে তৈরি এবং প্রকাশ করা হয়েছে এবং এতে শব্দ এবং তাদের সংশ্লিষ্ট চিহ্ন রয়েছে।
শাহরুখ ব্যস্ত রয়েছেন পরিচালক সিদ্ধান্ত আনন্দের (Sidharth Anand) ‘পাঠান’ (Pathan) ছবির শুটিংয়ে। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহমকে (Jhon Abraham)। শোনা গিয়েছে, ছোট্ট একটা চরিত্রে দেখা যাবে সলমন খানকেও। অন্যদিকে পরিচালক অ্যাটলির নতুন ছবিতেও অভিনয় করছেন শাহরুখ। অ্যাটলির লেখা চিত্রনাট্যও নাকি বেশ পছন্দ হয়েছে শাহরুখের। শোনা যাচ্ছে, এই ছবি নাকি জনপ্রিয় সিরিজ ‘মানি হেইস্ট’ থেকে অনুপ্রাণিত।
[আরও পড়ুন: Sourav Ganguly Biopic: সৌরভের বায়োপিকে আগ্রহী নন রণবীর কাপুর! ছবিতে কি অভিনয় করবেন খোদ ‘দাদা’?]