shono
Advertisement

২১ জুলাই LIVE: ‘দিল্লিকে বোল্ড আউট করার ডাক মমতার’

ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সভার LIVE আপডেট পড়ুন সরাসরি। The post ২১ জুলাই LIVE: ‘দিল্লিকে বোল্ড আউট করার ডাক মমতার’ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:47 PM Jul 21, 2017Updated: 03:31 PM Jul 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষ্যে শুক্রবার ধর্মতলায় রেকর্ড সংখ্যক মানুষের ভিড়। ঝড়জল-দুর্যোগ উপেক্ষা করে ধর্মতলায় এদিন জমায়েত হয়েছে কয়েক লক্ষ মানুষের। আর কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে এসে পৌঁছবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় কী বলবেন মমতা, সকলের নজর সেদিকেই। পড়ুন LIVE-

Advertisement

02:30:  সকলকে জোট বাঁধার ডাক মমতার। স্বাধীনতায়, নবজাগরণে বাংলা দেশকে পথ দেখিয়েছে। আগামী দিনেও তা দেখাবে।

02:24:  দিল্লিকে বোল্ড আউট করার ডাক মমতার। এক একটা আন্দোলন এক একটা ছক্কা।খেলার মাঠে যাতে বিজেপি নামার সাহস না পায়, সে ব্যবস্থা করতে বললেন মমতা।

02:22:  করেঙ্গে ইয়ে মরেঙ্গে-লড়াইয়ের ডাক দিলেন মমতা। বিজেপিকে ভারতবর্ষের রাজনীতি থেকে উৎখাতের ডাক মমতার। গোটা দেশকে পথ দেখানোর ডাক তৃণমূল সুপ্রিমোর।

02:21: ‘বাংলার ভৌগলিক অবস্থান এমন যে, বাংলা বিপদে পড়লে গোটা দেশ বিপদে পড়বে। এটা অনেকে বুঝতে পারে না। কালিদাসের মতো যে ডালে বসেছে, তাইই কাটতে উঠেপড়ে লেগেছে।’

02:18: দিল্লি ও বাংলায় অনেক ফারাক। বাংলায় সংখ্যালঘু -তফশিলীরা নিরাপদ। এটা যেন সকলেই মাথায় রাখেন। সারদা-নারদা দিয়ে ভয় দেখাচ্ছে, কিছু যায় আসে না। পারলে তৃণমূলের তিরিশ লক্ষ কর্মীকে গ্রেপ্তার করুক। আরও তিরিশ লক্ষ কর্মীর জন্ম হবে।’

02:14: ৯ আগস্ট থেকে শুরু ‘বিজেপি ভারত ছাড়ো’ আন্দোলন। নভেম্বর-ডিসেম্বরে হবে ব্লক টু ব্লক সম্মেলন, ঘোষণা মমতার।

02:12: সারা দেশে বিরোধী শক্তি জোট বাঁধছে।মোদিবাবু মনে রাখবেন, অঙ্ক এত সহজ নয়। যাঁরা ভাবছেন ২০১৯ পকেটে ভরে রেখেছেন, তাঁরা মাথায় রাখবেন, পকেটটা ফুটো হয়ে যাবে. অলরেডি তা শুরু হয়ে গিয়েছে।’

02:10: যারা তৃণমূলকে চ্যালেঞ্জ করে, তাদের বলি, একটা ২১ জুলাইকে চ্যালেঞ্জ করে দেখাক। ২০১৯-এ সারা দেশে লড়াই করব, বিজেপিকে হারাতে যা যা করার দরকার করতে হবে।  বাংলা থেকে একটা সিটও নিতে দেব না।’

02:09: অর্থনীতিতে মোদিবাবুর সরকার ব্যর্থ। নজর ঘোরাতে দাঙ্গা ছড়ানো হচ্ছে। কিন্তু দাঙ্গা দেখলেই তাড়া করবেন। কাউকে দাঙ্গা ছড়াতে দেবেন না। কোনও গুজবে কান দেবেন না।’

02:05:নোটবন্দি নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, জিডিপি পড়েছে, লক্ষ লক্ষ চাকরি হয়নি। অর্থনীতিতে ধস নেমেছে, ১২ হাজারেরও বেশি কৃষকের মৃত্যু হয়েছে। কৃষি ঋণ মকুব করবে বলেও করেনি।’

02:03: সারদা-নারদা নিয়ে মামলা চলছে। কেন শেষ হচ্ছে না? রোজ রোজ একটু একটু করে হবে, যাতে সকলকে অসম্মান করতে পারে। হাজার হাজার কোটি টাকার মানহানির মামলাতে আমরাও যাব। মানুষের সম্মান নিয়ে যদি খেলা হয়, তবে আমরাও পিছিয়ে যাব না।’

02:00: কয়েকটা গুণ্ডা মিলে দেশ চালাচ্ছে, আমরা ওদের চাকরবাকর নই। সোশ্যাল মিডিয়ায় উলটো পালটা প্রচার চলছে। কারও চোখে পড়লেই পুলিশের নজরে আনবেন। সাধারাণ মানুষ পাহারাদার হলে আমি দিল্লিকে ভয় পাই না, বললেন মমতা।’

01:58:  আধার কার্ড নিয়ে কেন এত বাড়াবাড়ি? প্রশ্ন মমতার।

01:55: গো-রক্ষকের নামে গো-রাক্ষস তৈরি হয়েছে।’ খাওয়া-দাওয়ারর স্বাধীনতা নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপের তীব্র সমালোচনা মমতার।

01:52: রাজস্থানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, সিবিআই কি ঘুমিয়ে পড়েছে? মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারি, কোথায় সিবিআই? গুজরাটে পেট্রোলিয়াম কেলেঙ্কারি, কোথায় ইডি, কোথায় সিবিআই? তৃণমূল প্রতিবাদ করছে বলেই কণ্ঠরোধ। কারও সার্টিফিকেট চাই না, আমরা মানুষের সার্টিফিকেটে বিশ্বাস করি, বললেন মমতা।

01:51: সারা দেশে জরুরি অবস্থার থেকেও ভয়াবহ অবস্থা চলছে। সংখ্যালঘু, দলিতরা সম্মান নিয়ে বাঁচতে পারবে কিনা জানে না, এমনকী হিন্দুরাও নকল হিন্দুদের জন্য সম্মান নিয়ে বাঁচতে পারবে কিনা জানে না।

01:49: ২১ জুলাই যাঁরা গুলি চালিয়েছিল তাদের বিরুদ্ধে বিচার হবে। কমিশনের রিপোর্ট এসেছে,  বলা হয়েছে গভীর চক্রান্ত ছিল। শহিদের পরিবারকে দুই লক্ষ করে টাকা দেওয়া হবে, ঘোষণা মমতার।

01:45: ২১ জুলাই-এর এবার পঁচিশে পা। শহিদ দিবস মানে ফিরে দেখা, বাঁচার আশা, মাটির ঘ্রাণ, বেঁচে থাকার অধিকার, ভাইয়ের রক্ত-বললেন মমতা।

01:42:  গোড়াতেই শহিদ ও তাঁদের পরিবারদের সদস্যদের স্মরণ করলেন তৃণমূল সুপ্রিমো।

01:37: দলে যোগ দিলেন বাচিকশিল্পী প্রণতি ঠাকুর ও সুতপা বন্দ্যোপাধ্যায়।

01:24: মঞ্চে কবীর সুমন। বললেন,  বিজেপি-কে নিয়ে বেশি রাগারাগি করবেন না, ওরা ভাবে ওরা হিন্দুদের চেনে, আসলে কিছুই চেনে না, শুধু ক্ষমতা চেনে।

01:23: এদিনই তৃণমূলে যোগ দিলেন ‘গোয়েন্দা গিন্নি’ ইন্দ্রাণী হালদার।

01:17: মঞ্চে সংগীত পরিবেশন করছেন শিল্পী নচিকেতা চক্রবর্তী।

01:12: পাহাড় থেকে সমতল-মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা উল্লেখ করলেন পার্থ।

01:08:  শহিদ দিবসের ঐতিহ্যের কথা সমর্থকদের মনে করিয়ে দিচ্ছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

01:02: মমতা তুমি লড়াই কর, আমরা তোমার সঙ্গে আছি: ফিরহাদ হাকিম

01:00: বক্তব্য পেশ করছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

01:00:  বাংলায় হিন্দু-মুসলিম যুদ্ধ হবে না, হবে বাংলার মানুষ ও বিজেপির যুদ্ধ।

12:54: তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা: অভিষেক বন্দ্যোপাধ্যায়।

The post ২১ জুলাই LIVE: ‘দিল্লিকে বোল্ড আউট করার ডাক মমতার’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement