সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতা শহরের বুকে ফের অ্যাসিড হামলার ঘটনা। দিবালোকে প্রকাশ্য রাস্তায় মহিলার উপর অ্যাসিড হামলা হয়। ঘটনাটি ঘটেছে কসবা এলাকায়। ঘটনাস্থলেই হামলাকারীকে হাতেনাতে ধরে ফেলেন প্রত্যক্ষদর্শীরা। আপাতত কসবা থানাতেই পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত।
কসবা এলাকার স্থানীয় এক স্কুলের সামনেই ঘটেছে এই অ্যাসিড হামলার ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, স্কুলের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই মহিলা। তখনই তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে হামলাকারী। মুহূর্তের মধ্যে চিৎকার শুনে আশপাশ থেকে ছুটে আসেন লোকজন। ঘটনাস্থলেই প্রত্যক্ষদর্শীরা হামলাকারীকে হাতেনাতে ধরে ফেলেন। তৎক্ষণাৎ তাঁকে পাকড়াও করে কসবা থানার পুলিশের হাতে তুলে দেন তাঁরা।
অন্যদিকে, অ্যাসিড আক্রান্ত মহিলাকেও বিন্দুমাত্র সময় নষ্ট না করে ভীষণ তৎপরতার সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত হাসপাতালে ভরতি ওই মহিলা। প্রকাশ্য দিনের আলোয় খাস শহরের বুকে এভাবে মহিলার উপর অ্যাসিড হামলা হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
[আরও পড়ুন: কসবার বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ৪টি দমকল ]
প্রসঙ্গত, এবছরের গোড়ার দিকেই অ্যাসিড হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্য বলছে, অ্যাসিড হামলার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গের নাম। আজ্ঞে! ২০১৮ সালে আমাদের রাজ্যের মেয়েরাই সবথেকে বেশি অ্যাসিড হামলার শিকার হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে দেশে ১২৬টির মধ্যে পশ্চিমবঙ্গেই অ্যাসিড আক্রমণের ৫০টি ঘটনা ঘটেছে। আক্রান্তের সংখ্যা ৫৩ জন (এনসিআরবি তথ্য অনুযায়ী)।
পশ্চিমবঙ্গের পরই রয়েছে যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশের নাম। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট বলছে, ২০১৮ সালে ৪০টি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে যোগীর রাজ্যে। আক্রান্তের সংখ্যার বিচারে অবশ্য উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের সঙ্গে প্রায় একই জায়গায় দাঁড়িয়ে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্য উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। শুধু অ্যাসিড হামলার দিক থেকেই নয়, এমনকী অ্যাসিড আক্রমণের চেষ্টার সংখ্যাতেও গোটা দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গের নাম। ২০১৮ সালে অর্থাৎ গত ১ বছরে বাংলায় অ্যাসিড হামলার চেষ্টার ঘটনা ঘটেছে মোট ১২টি।
[আরও পড়ুন: কসবার বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ৪টি দমকল ]
The post কসবায় প্রকাশ্য রাস্তায় মহিলার উপর অ্যাসিড হামলা, ধৃত পুলিশ হেফাজতে appeared first on Sangbad Pratidin.