shono
Advertisement

Breaking News

ঘরের মাঠে স্মরণ ওয়ার্নিকে, নামবে জনতার ঢল, হবে লাইভ টেলিকাস্টও

গত ৪ মার্চ শেষ নিশ্বাস ত্যাগ করেন শেন ওয়ার্ন।
Posted: 07:56 PM Mar 28, 2022Updated: 08:02 PM Mar 28, 2022

 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিংবদন্তি শেন ওয়ার্ন (Shane Warne) চিরনিদ্রায় নিদ্রিত হয়েছেন। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। আগামী বুধবার, ৩০ মার্চ তাঁর স্মরণসভার আয়োজন করা হয়েছে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী এমসিজি (MCG) স্টেডিয়ামে, যা ছিল ওয়ার্নের ঘরের মাঠ। এই মাঠেই তিনি প্রথম ক্রিকেটার হিসাবে ৭০০ উইকেট নিয়েছিলেন। গোটা স্মরণসভার লাইভ টেলিকাস্ট করা হবে যাতে বিশ্বজুড়ে সকলেই এই স্মরণসভার সাক্ষী হতে পারেন। 

ইতিমধ্যেই ওয়ার্নের প্রায় ৫০ হাজার অনুরাগী এই স্মরণসভায় উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তিত্বরা স্মরণসভায় উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। মেলবোর্নের (Melbourne) এই মাঠেই ১৯৯৪ সালের অ্যাশেজে (Ashes) ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা স্পিনার ওয়ার্নি। তাঁর স্মৃতির উদ্দেশে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণও করা হয়েছে। স্মরণসভায় অংশ নেওয়ার অনুরাগীরা সেখানে বসারও সুযোগ পাবেন। 

[আরও পড়ুন: ইউক্রেন ছেড়ে যাওয়া বিদেশি পড়ুয়ারা ডাক্তারি পড়ার সুযোগ পাবেন রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে]

গত ৪ মার্চ থাইল্যান্ডে নিজের ভিলায় শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন ওয়ার্ন। তবে এমসিজি স্টেডিয়ামের বাইরে তাঁর মূর্তিতে এখনও ফুল দিতে আসেন অনুরাগীরা। সেরকমই একজন হলেন বিল প্যাটারসন। তিনি বলছেন, “শেন ওয়ার্ন ছিলেন আমাদের মতোই একজন মানুষ। কিন্তু একইসঙ্গে একজন অসাধারণ খেলোয়াড়ও ছিলেন।”

১৫ বছর ধরে মাতিয়েছেন ক্রিকেট মাঠ। এই ১৫ বছরের ক্রিকেট জীবনে খেলেছেন ১৪৫ টি টেস্ট ম্যাচ। সংগ্রহ ৭০৮টি উইকেট। ১৯৪টি ওয়ানডে-তে কিংবদন্তি লেগ স্পিনারের ঝুলিতে রয়েছে ২৯৩টি উইকেট। ১৯৯৩ সালের অ্যাশেজ সফরে ইংল্যান্ডের ব্যাটসম্যান মাইক গ্যাটিংকে যে বলে বোল্ড করেছিলেন, তা শতবর্ষের সেরা ডেলিভারি হিসেবে খ্যাত। 

তিনি কিংবদন্তি। মাঠের ভিতরে তাঁর পারফরম্যান্স চিরকাল স্মরণীয় হয়েই থাকবে ক্রিকেটের ইতিহাসে। তবে মাঠের বাইরে তাঁর নানা আচরণ চিরকালই কৌতূহল জাগাবে বিশ্ববাসীর। 

[আরও পড়ুন: নজিরবিহীন! চলতি বছর কোনও অধিবেশনে অংশ নিতে পারবেন না শুভেন্দু-সহ ৫ বিজেপি বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement