shono
Advertisement

“আমাদের শক্তি নেই”, সোনিয়ার সঙ্গে বৈঠকের পর পিছিয়ে এলেন পওয়ার!

মহারাষ্ট্রে সাফ বিজেপির রাস্তা! The post “আমাদের শক্তি নেই”, সোনিয়ার সঙ্গে বৈঠকের পর পিছিয়ে এলেন পওয়ার! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:53 PM Nov 04, 2019Updated: 07:54 PM Nov 04, 2019

সোমনাথ রায়, নয়াদিল্লি: দিল্লিতে যে মহাবৈঠকের দিকে রাজনৈতিক মহল তাকিয়ে ছিল, তা শেষ হয়েছে। কিন্তু, তাতেও কোনও সমাধানসূত্র মিলল না। সরকার গঠনের কোনও পরিষ্কার রোডম্যাপ পাওয়া গেল না সোমবারও। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের বৈঠকের পর পরিস্থিতি আরও জটিল হল বই সহজ হল না। বৈঠক শেষে পওয়ার যা ইঙ্গিত দিলেন তাঁর সারমর্ম হল, কংগ্রেস বা এনসিপি কেউই আগে থেকে সরকার গড়ার জন্য শিব সেনাকে প্রস্তাব দেবে না। বরং, সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধী আসনে বসাটাকেই শ্রেয় মনে করছে তাঁরা। আবার শিব সেনার সঙ্গেও এনসিপির কোনওরকম আলোচনা হয়নি।

Advertisement


সোমবার সন্ধেবেলা দিল্লির ১০ জনপথে সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠক হয় দুই নেতার। কংগ্রেসের তরফে বর্ষীয়ান নেতা এ কে অ্যান্টোনিও বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়া এবং আগামী দিনে কংগ্রেস-এনসিপির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন পওয়ার এবং সোনিয়া। যদিও, বৈঠক শেষে পওয়ার বলেন, সোনিয়ার সঙ্গে সরকার গঠন নিয়ে কোনও আলোচনা হয়নি। এনসিপি সুপ্রিমোর কথায়, “আমি আজ সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বললাম। আগামী দিনেও বলব। আমরা দুই দলের ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে আলোচনা করেছি। তবে, ঠিক সরকার গঠন নিয়ে কোনও আলোচনা হয়নি।” কিন্তু তাহলে কী কংগ্রেস-এনসিপি মহারাষ্ট্রে সরকার গড়ার দাবি জানাবে? পওয়ার সংক্ষেপে বললেন, “আমাদের কাছে উপযুক্ত সংখ্যা নেই।” পওয়ারের সাফ ইঙ্গিত সরকার গড়ার মতো উপযুক্ত সংখ্যা আমাদের নেই।” শিব সেনার সঙ্গে এনসিপির জোট প্রসঙ্গে পওয়ারের মন্তব্য, এনসিপির সঙ্গে শিব সেনার এখনও কোনও আলোচনায় হয়নি।

[আরও পড়ুন: ‘দ্রুত সরকার গড়ব, আমি আত্মবিশ্বাসী’, অমিতের সঙ্গে বৈঠক শেষে বললেন ফড়ণবিস ]


এদিকে, পওয়ারের পাশাপাশি সোনিয়া গান্ধী এদিন আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সমস্ত বিরোধী দলের নেতাদের সঙ্গে। বৈঠকে আগামীদিনে মোদি সরকারকে প্যাঁচে ফেলার যাবতীয় পরিকল্পনা সেরে ফেলেছেন বিরোধী নেতার। ঠিক করা হয়েছে, যেখানে যার সংগঠন বেশি সেই এলাকায় তাঁরা মোদি সরকারের আর্থিক নীতি, কাশ্মীর ইস্যু-সহ বিভিন্ন ইস্যুতে প্রচার করতে হবে। পাশাপাশি, সংসদের অধিবেশন চালু হওয়ার আগে আবারও বিরোধী রণকৌশল নির্ধারণ করতে বৈঠক করবেন তাঁরা।

[আরও পড়ুন: সংসদে বিজেপিকে চাপে ফেলার কৌশল, বিরোধীদের একজোট করতে বৈঠক সোনিয়ার]

The post “আমাদের শক্তি নেই”, সোনিয়ার সঙ্গে বৈঠকের পর পিছিয়ে এলেন পওয়ার! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement