সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছিলেন তাদের পুরনো এবং বিশ্বস্ত জোটসঙ্গী শরদ পওয়ার (Sharad Pawar)। দাবি করেছিলেন, ‘‘দেশকে নেতৃত্ব দেওয়ার মতো ধারাবাহিকতা হয়তো রাহুল গান্ধীর (Rahul Gandhi) মধ্যে নেই।’’ বর্ষীয়ান এনসিপি (NCP) নেতার এমন মন্তব্যের পর রীতিমতো ক্ষুব্ধ কংগ্রেস (Congress)। এদিকে এনসিপির তরফেও শুরু হয়েছে মানভঞ্জনের পালা। দলের মুখপাত্র মহেশ তাপাসে শরদ পাওয়ারের মন্তব্যকে ‘পিতৃসুলভ পরামর্শ’ বলে ব্যাখ্যা করলেন শনিবার।
বারাক ওবামার বইয়ে রাহুল সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে তা যে শরদ পওয়ার মেনে নেননি সেকথাও মনে করিয়ে দিয়েছেন মহেশ। তাঁর কথায়, ‘‘সংবাদ সংস্থাকে উনি যা বলেছেন, সেটাকে একজন বর্ষীয়ান নেতার পিতৃসুলভ পরামর্শ হিসেবে দেখা উচিত। মহারাষ্ট্রের (Maharashtra) এই জোট সরকার তিনটি দল মিলেই গঠন করেছে। শরদ পাওয়ার কিন্তু বারাক ওবামা ওঁর বইয়ে রাহুল সম্পর্কে যা বলেছেন, সেটার বিরোধিতা করেছেন। জানিয়ে দিয়েছেন, অন্য দেশের নেতাদের নিয়ে ওবামার কোনও মন্তব্য করাই উচিত নয়।’’
[আরও পড়ুন : ১০ বছরে প্রথমবার, মোদির খাসতালুক বারাণসীর ২ বিধান পরিষদের আসনেই হার বিজেপির]
এদিকে তাদের নেতা সম্পর্কে এমন মন্তব্য যে কংগ্রেস ভালভাবে নেয়নি তা পরিষ্কার করে দিয়েছেন মহারাষ্ট্রের কংগ্রেস নেত্রী ও মন্ত্রী যশোমতী ঠাকুর। দলের নেতৃত্ব সম্পর্কে তাঁরা সকলেই যে আত্মবিশ্বাসী সেকথা মনে করিয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘আমাদের নেতৃত্ব অত্যন্ত শক্তিশালী। জোটের সকলের উদ্দেশে আমার আবেদন, যদি মহারাষ্ট্রে স্থায়ী সরকার চান তাহলে কংগ্রেসের নেতৃত্ব সম্পর্কে এই ধরনের মন্তব্য করা বন্ধ করুন।’’
রাহুলের উপরে তাঁদের সম্পূর্ণ আস্থার কথা জানিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের দলের ইন চার্জ এইচ কে পাতিলও। তাঁর কথায়, ‘‘আমি জানি না কোন প্রসঙ্গে শরদ পাওয়ার এমন কথা বলেছেন। প্রশ্ন তুলেছেন রাহুলের ধারাবাহিকতা সম্পর্কে। কিন্তু কংগ্রেসের সর্বস্তরের নেতা-কর্মীরা চান, রাহুলই দলের দায়িত্ব নিন। জিএসটি, নোটবন্দি হোক কিংবা কৃষকদের বিক্ষোভ, সব ক্ষেত্রেই রাহুল ধারাবাহিক ভাবে লড়াই করেছেন।’’