সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারের হতাশা কাটিয়ে উঠল দালাল স্ট্রিট। বুধবার বাজার খুলতেই তড়তড়িয়ে উঠতে শুরু করে সূচক। গতকাল ঘোষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেগা প্যাকেজ’ বাজারের রক্তাল্পতা সাময়িকভাবে হলেও কাটিয়ে উঠতে পেরেছে বলেই মত বিশ্লেষকদের।
[আরও পড়ুন: লকডাউন বাড়ছেই, বিরাট আর্থিক প্যাকেজ ঘোষণা করে ইঙ্গিত প্রধানমন্ত্রীর]
এদিন সবুজের কোঠায় বাজার খুলে সেনসেক্স এক লাফে ৬৮০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৩২ হাজার ১৩০-এ। পাল্লা দিয়ে ৯ হাজার ৪৫০ পয়েন্ট ছাড়িয়ে যায় নিফটিও। এনএসসি-তে লিস্টেড সংস্থা যেমন–বিইএমএল, টাটা কেমিক্যালস, অম্বুজা সিমেন্টস লাভের মুখ দেখে। বিশ্লেষকদের মতে, সরকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেও বাজারে চাপানউতোর চলবে। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, আজ বাজার খুলতেই ১ হাজার ৪০০ পয়েন্ট লাফিয়ে উঠে সেনসেক্স। ৯ হাজার ৫০০ মার্ক ছাড়িয়ে যে নিফটি। তবে লেনদেন শুরু হতেই সূচক কিছুটা নেমে ৭০০ পয়েন্টের আশেপাশে ঘোরাফেরা করছে। এর কারণ, করোনা মহামারির আবহে ভবিষ্যতে লাভের আশা ট্যাগ করে, জল্পনার ভিত্তিতে যাঁরা শহরের ক্রয় করেন, তাঁদের অনেকেই লোকসান কিছুটা পুষিয়ে যাওয়ায় শেয়ার বিক্রি করে দেন। তবে এতে বড় মাপের লগিতে বিশেষ ফারাক পড়বে না।
উল্লেখ্য, লকডাউনে নাভিশ্বাস ভারতবাসী যে আর্থিক প্যাকেজের আশায় চাতক পাখির মতো অপেক্ষা করছিল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। ২০ লক্ষ কোটি টাকার সেই প্যাকেজ সমস্ত প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। ‘করোনা পরবর্তী দুনিয়ায় ভারতই হবে শ্রেষ্ঠ দেশ। এবং সেজন্য আত্মনির্ভর দেশ গড়া অত্যন্ত আবশ্যিক।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই আহ্বানকে ঐতিহাসিক বলছেন দেশের প্রথিতযশা শিল্পপতিরা। আনন্দ মাহিন্দ্রা, গৌতম আদানি থেকে শুরু করে শিল্পপতিদের সংগঠনগুলি সকলেই এই প্যাকেজকে স্বাগত জানিয়েছে। সব মিলিয়ে, ফের আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন লগ্নিকারীরা।
[আরও পড়ুন: করোনা LIVE UPDATE: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার পেরোল, বাড়ছে মৃত্যুও]
The post মোদির দাওয়াইয়ে চনমনে শেয়ার বাজার, লাফিয়ে বাড়ল সূচক appeared first on Sangbad Pratidin.