বিদিশা চট্টোপাধ্যায়: 'বং কানেকশন' থেকে 'ক্রস কানেকশন'। নিজের মিষ্টি হাসির জাদুতে একাধিকবার বাংলার দর্শকদের মন জয় করেছেন সায়ন মুন্সি (Shayan Munshi)। প্রায় এক দশক পর আবারও তাঁকে দেখা যাবে বাংলা ছবিতে। অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ‘ডিয়ার মা’ ছবিতে অভিনয় করছেন অভিনেতা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।
অনিরুদ্ধ নিজেও প্রায় ১০ বছর পর বাংলা ছবির পরিচালনার কাজে হাত দিলেন। এবার তিনি বলবেন মা ও মেয়ের সম্পর্কের গল্প। যার পরতে পরতে মানুষের জীবনের নানা মুহূর্ত এবং অনুভূতি জড়িয়ে থাকবে। ছবিতে মায়ের ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। আর তাঁর বিপরীতে থাকছেন চন্দন রায় সান্যাল। সায়নের চরিত্রটি বেশ সংবেদনশীল। আধুনিক অথচ ফিলোজফিক্যাল। এমনটাই জানালেন জাতীয় পুরস্কার জয়ী ছবির পরিচালক।
[আরও পড়ুন: ফের বিচ্ছেদ বেন অ্যাফলেক-জেনিফার লোপেজের! জল্পনা তুঙ্গে]
ছবির বড় চমক শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। পরিচালক জানান পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। জয়া ও চন্দনের শিক্ষকের চরিত্রে অভিনয় করছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। এছাড়াও থাকছেন মালয়ালম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পদ্মপ্রিয়া জানকীরমন। কলকাতায় বড় হওয়া এক মালয়ালির চরিত্রেই দেখা যাবে তাঁকে। ফলে সংলাপে ইংরাজির প্রাধান্য থাকতেই পারে।
জাতীয় পুরস্কারজয়ী 'অনুরণন' দিয়ে বাংলা ছবির সফর শুরু করেছিলেন অনিরুদ্ধ রায়চৌধুরী। এর পর 'অন্তহীন', 'একটি তারার খোঁজে', 'অপরাজিতা তুমি'র মতো সিনেমা দর্শকদের উপহার হিসেবে দিয়েছেন তিনি। ২০১৪ সালে দেব ও শ্রাবন্তীকে নিয়ে 'বুনো হাঁস' তৈরি করেছিলেন অনিরুদ্ধ। এর পর মুম্বইয়ে মন দেন। এছাড়াও ছবিকে পরিচারিকার চরিত্রে থাকছেন বলিউডের অনুভা ফাতেপুরিয়া। সম্প্রতি তিনি 'তেরি বাতো মে উলঝা জিয়া' ছবিতে তিনি শাহিদ কাপুরের মায়ের চরিত্রে অভিনয় করেছেন।
আরব সাগরের তীরেও সাফল্য পান বাংলার পরিচালক। আবার তাঁর ঝুলিতে জাতীয় পুরস্কার নিয়ে আসে 'পিঙ্ক'। এর পর 'লস্ট' আর 'কড়ক সিং' তৈরি করে প্রশংসা পান অনিরুদ্ধ। তাঁর ছবিতে সম্পর্কের পাশাপাশি থ্রিলারেরও চোরাগোপ্তা প্রবেশ থাকে। এবারও কী তা থাকছে? হ্যাঁ, থ্রিলারের এলিমেন্ট আছে ফোরগ্রাউন্ডে রাখছেন বলেই জানান পরিচালক। জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ‘ডিয়ার মা’র শুটিং চলবে। সিনেমা আগে বড়পর্দাতেই মুক্তি পাবে।