shono
Advertisement

ইদ পার্টিতে সলমনকে জড়িয়ে ধরে চুমু শেহনাজের, লাজে রাঙা বলিউডের সুলতান

সলমনের বোন অর্পিতার ইদ পার্টিতে ঘটে এই ঘটনা। দেখুন ভিডিও।
Posted: 03:25 PM May 04, 2022Updated: 03:25 PM May 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের পার্টির পর খোদ সলমন খান (Salman Khan) তাঁকে গাড়ি পর্যন্ত ছাড়তে গিয়েছেন। এই আনন্দে আত্মহারা ছিলেন শেহনাজ গিল (Shehnaaz Gill)। পাপারাজ্জির সামনেই বলিউডের সুলতানকে জড়িয়ে ধরে চুমু খেয়ে ফেলেন। তাতেই লাজে রাঙা হয়ে যান ‘দাবাং’ খান। 

Advertisement

খুশির ইদে (Eid 2022) বেশ খোশমেজাজে ছিলেন সলমন। বিকেলে ‘জলসা’র বারান্দা থেকে অনুরাগীদের অভিবাদন জানান। তবে এবারে ‘জলসা’য় ইদ পার্টির আয়োজন করেননি সলমন। পার্টির আয়োজন এবার করেছিলেন তাঁর বোন অর্পিতা খান এবং ভগ্নীপতি আয়ুষ শর্মা। সেখানেই বলিউডের তারকারা উপস্থিত হয়েছিলেন। 

[আরও পড়ুন: স্বামীর মৃত্যুর ১ বছরের মধ্যেই স্যুইমিং পুলে পুরুষ বন্ধুর সঙ্গে জলকেলি, সমালোচিত মন্দিরা]

রিয়ালিটি শো ‘বিগ বস’ (Bigg Boss) থেকেই সলমনের পছন্দের মানুষ শেহনাজ গিল। বলিউডের খবরে কান পাতলেই শোনা যাচ্ছে, সলমনের ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবিতেই অভিনয় করতে চলেছেন শেহনাজ। এই ছবির একমাত্র নায়িকা তিনিই হবেন কিনা, তা নিয়ে এখনও সঠিক কোনও খবর পাওয়া যায়নি। তবে সূত্রের খবর অনুযায়ী, সলমন নাকি স্পষ্ট জানিয়েছেন, সিনেমায় অভিনয়ের জন্য শেহনাজ যত খুশি টাকা পারিশ্রমিক হিসেবে নিতে পারেন।

শেহনাজকে পাঞ্জাবের ক্যাটরিনা ক্যাইফ বলেও ডাকেন সলমন। মঙ্গলবার অর্পিতা-আয়ুষের ইদ পার্টিতে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁকে বাড়ির বাইরে ছাড়তে আসেন সলমন। সলমনকে পাশে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান শেহনাজ। জড়িয়ে ধরে চুমু খেয়ে নেন। তাতেই লজ্জা পেয়ে যান সলমন।

শেহনাজই সলমনকে অনুরোধ করে গাড়ি পর্যন্ত তাঁকে পৌঁছে দিতে। হাত ধরে টানতে থাকেন। শেহনাজকে গাড়ি পর্যন্তই ছেড়ে দেন সলমন। খুশি হয়ে চেঁচিয়ে সেকথা সংবাদমাধ্যমকে জানান অভিনেত্রী। বলেন, “দেখো সলমন খান আমাকে ছাড়তে এসেছেন।” 

[আরও পড়ুন: ‘স্তনের ওপর ট্যাটু দেখাতেই হবে!’, ইদের শুভেচ্ছা জানাতে গিয়ে কটাক্ষের শিকার নুসরত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার