shono
Advertisement

Breaking News

যৌন হেনস্তা করেছে প্রযোজক, অভিযোগ এই জনপ্রিয় অভিনেত্রীর

মেকআপ রুমে ছবি তোলার বাহানায় নাকি অশালীনভাবে ছোঁয়া হত অভিনেত্রীকে৷ The post যৌন হেনস্তা করেছে প্রযোজক, অভিযোগ এই জনপ্রিয় অভিনেত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:06 PM Mar 25, 2017Updated: 11:36 AM Mar 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় বছর খানেক আগে শো ছেড়েছিলেন৷ এতদিন বাদে প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন অভিনেত্রী শিল্পা শিন্ডে৷ গত বৃহস্পতিবার প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন শিল্পা৷

Advertisement

[ধরনায় বসেছিলেন নেতা, পাঁজাকোলা করেই তুলে নিয়ে গেল পুলিশ]

‘ভাবিজি ঘর পে হ্যায়’ নামের সিরিয়ালে মুখ্য ভূমিকায় ছিলেন শিল্পা৷ শোয়ের টিআরপি-ও ভাল ছিল৷ কিন্তু গত বছর আচমকাই শো ছেড়ে দেন শিল্পা৷ শোনা গিয়েছিল, প্রযোজকদের সঙ্গে কোনও কারণে মনোমালিন্য হয়েছে অভিনেত্রীর৷ কিন্তু বৃহস্পতিবার সেই ঘটনায় অন্যমাত্রা যোগ করল শিল্পার দায়ের করা অভিযোগ৷ তাঁর কথায়, টেলিভিশনের জগতে অনেক হাল্কাভাবে আড্ডা, ইয়ার্কি মারা হয়৷ কিন্তু প্রযোজক সঞ্জয় কোহলি সহজ হওয়ার ভান করেই সুযোগ নিতেন৷ কখনও প্রচারের বাহানায় তাঁকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন, কখনও আড্ডার অজুহাতে মেক আপ রুমে চলে আসতেন৷ ছবি তোলার বাহানায় নানাভাবে নাকি শিল্পাকে ছোঁয়ার চেষ্টা করতেন৷ এই ঘটনা তখনই নাকি সহ-শিল্পী সোমিয়া ট্যান্ডনকে জানিয়েছিলেন শিল্পা৷ সোমিয়া তাঁকে বলেন, ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে ধর্ষণ করে না৷ পরদিন শিল্পা জানতে পারেন সোমিয়া মারফত খবর কানে গিয়েছে প্রযোজকের স্ত্রী বেনেফারের৷ বেনেফার এসে নাকি তাঁকে প্রচুর কথা শোনান এবং শো থেকে বের করার হুমকি দেন৷ এরপর থেকেই শোয়ের কলাকুশলীরা শিল্পার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন৷

[শশা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দুই তরুণ]

এতদিন বাদে কেন এফআইআর দায়ের করলেন শিল্পা? উত্তরে অভিনেত্রী বলেন এই ঘটনার পর তিনি ভেঙে পড়েছিলেন৷ ভেবেছিলেন আসতে আসতে সব ঠিক হয়ে যাবে৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়ছেন৷ তাই বিচার চাই তাঁর৷

[ঢাকা বিমানবন্দরে আত্মঘাতী জঙ্গি হামলার দায় নিল আইএস]

The post যৌন হেনস্তা করেছে প্রযোজক, অভিযোগ এই জনপ্রিয় অভিনেত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement