shono
Advertisement

‘ধোনির সই করা শার্ট ঘরে সাজিয়ে রেখেছি’, সুখের স্মৃতিতে ডুব দিলেন গাভাসকর

এবারও কি ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার মিলনের কোনও মুহূর্ত ফের ভাইরাল হতে পারে?
Posted: 06:47 PM Mar 07, 2024Updated: 06:47 PM Mar 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের ১৪ মে। চিপকে সেই রাতে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাছে হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তবে ঘরের মাঠে হারলেও দুটি কারণে সবার মন জিতে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। এবারের আইপিএল (IPL 2024) শুরু হওয়ার আগে সেই ঘটনা আবার জনসমক্ষে তুলে ধরলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।

Advertisement

গাভাসকর বলছিলেন, “প্রথমবার ধোনির ব্যাটিং দেখার পর থেকেই আমি ওর ভক্ত। আমি ওর ফ্যান। এবং একজন ফ্যান কী কী করতে পারে? একজন ফ্যান তার আইডলের সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে থাকে। তার সঙ্গে কথা বলতে চায়। অটোগ্রাফ নিতে চায়। ছবি তুলতে চায়। আমিও সেই রাতে এমনই পাগলামো করেছিলাম।”

[আরও পড়ুন: স্পিনারদের দাপট, রোহিতদের ‘বাজবল’, ধরমশালায় প্রথম দিনই চালকের আসনে ভারত]

সানি ফের যোগ করেছেন, “ধোনির সঙ্গে পুরো সিএসকে দল চিপকের মাঠ ধরে ঘুরে বেড়াচ্ছিল। ভক্তদের কুর্নিশ জানাচ্ছিল। ঠিক সেই সময় আমি মাঠের ধারে দাঁড়িয়েছিলাম। মাহি আমার পাশ দিয়ে চলে যাওয়ার সময় ওর দিকে ছুট্টে গিয়েছিলাম। বলেছিলাম, ‘আমার জামার বুকের দিকে সই করে দাও।’ ধোনি আমার কথা রেখেছিল। আর তাই আমি সেই জার্সি বাড়িতে যত্ন করে রেখে দিয়েছি।”

বয়সে অনেকটা বড় হলেও ধোনিকে সম্মান করেন সানি। সেটাও বলতে ভুলে যাননি। লিটল মাস্টারের প্রতিক্রিয়া, “আমি মাহিকে একটু বেশিই পছন্দ করি। ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেক কিছু শেখা যায়। মানুষের প্রতি ওর ব্যবহার মুগ্ধ করার মতো। ধোনি হল আদর্শ রোলমডেল। একজন প্রকৃত রোলমডেলের যে গুণ থাকার দরকার সেটা ধোনির মধ্যে বজায় রয়েছে।”

সামনে আরও একটা আইপিএল। এবার গাভাসকর ও ধোনির সাক্ষাৎ হবে। এবারও কি ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার মিলনের কোনও মুহূর্ত ফের ভাইরাল হতে পারে? অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।

[আরও পড়ুন: ‘একে যা খুশি বল কর’, ইংরেজ ব্যাটার ক্রিজে নামতেই তুমুল স্লেজিং রোহিতের, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement