shono
Advertisement

কপিল শর্মাকে ঢাল করে অভিযুক্ত সাংসদের হয়ে সাফাই শিব সেনার

কপিল যদি মদ খেয়ে বিমানে তাণ্ডব করতে পারেন, রবীন্দ্র গায়কোয়াড় কেন নয়? সংসদে উঠল প্রশ্ন৷ The post কপিল শর্মাকে ঢাল করে অভিযুক্ত সাংসদের হয়ে সাফাই শিব সেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:40 PM Mar 27, 2017Updated: 03:29 PM Dec 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন পিছুই ছাড়ছে না কপিল শর্মার৷ নিজেই কখন যে বিতর্কের সমার্থক হয়ে পড়ছেন, নিজেই হয়তো জানতে পারছেন না তিনি৷ এবার কপিল শর্মার নাম উঠল সংসদে৷ সৌজন্যে শিব সেনার বিতর্কিত সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়৷ বিমানকর্মীকে ২৫ বার চপ্পল দিয়ে মারার অভিযোগে যাঁকে বয়কট করেছে অধিকাংশ বিমান সংস্থা৷

Advertisement

সোমবার বিষয়টি উঠে আসে সংসদের অধিবেশনে৷ যেখানে নিজের দলের সাংসদের হয়ে সওয়াল করেন শিব সেনার আনন্দরাও আদসুল৷ আর তা করতে গিয়েই তিনি উচ্চারণ করেন কপিলের নাম৷ আনন্দরাওের যুক্তি ছিল, কপিল শর্মার মতো ব্যক্তিও তো মদ্যপান করে বিমানে মারপিট করেছেন, তার ওপরে তো কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি?

[মদ্যপান করে বিমানে ‘অভব্য’ আচরণ, কপিল শর্মাকে ‘সতর্ক’ করবে এয়ার ইন্ডিয়া]

এর আগে একই সুর শোনা গিয়েছিল শিব সেনার মুখপাত্র সঞ্জয় রাউতের মুখে৷ তাঁর যুক্তি ছিল, “মন্ত্রী হোক বা সাধারণ মানুষ রাগ তো হতেই পারে, যদি তাঁর সঙ্গে অন্যায় হয়৷ হ্যাঁ, হাত তোলাটা ভুল হয়েছে৷ আমরা খুঁজে বার করব আসল দোষীকে৷ এফআইআর দায়ের হয়েছে তো কী হয়েছে? আমরা দেখব আর কার ওপর এফআইআর হওয়া উচিত৷” শিব সেনার আর এক নেতা মনীষা কায়াণ্ডে বলেন, গায়কোয়াড়ের উপর বিমান সংস্থাগুলির নিষেধাজ্ঞা অনৈতিক৷ উনি অপরাধী নন৷

[জানেন, কার জন্য দীপিকাকে এখন এড়িয়ে চলছেন রণবীর?]

নিজের কীর্তিতে নিজেও বিন্দুমাত্র লজ্জিত নন সাংসদ নিজেও৷ তাঁর বক্তব্য, ‘ওই আধিকারিক অভব্যতা করেছিল বলে তাঁকে মেরেছি। ২৫ বার চপ্পল দিয়ে মেরেছি। আমি শিব সেনার সাংসদ, বিজেপির নই যে অভদ্রতা সহ্য করব।’ তবে এত কিছুর পরও সাংসদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে নারাজ বিমান সংস্থাগুলি৷

[পুঁচকেগুলোকে সঙ্গে না নেওয়া পর্যন্ত গণনার জন্য পা বাড়াতে পারেনি ডায়না, ফুলমতিরা]

The post কপিল শর্মাকে ঢাল করে অভিযুক্ত সাংসদের হয়ে সাফাই শিব সেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement