সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দল ও পরিবার নিয়ে কোনও সমস্যাই আর নেই৷এরকমই একটা ছবি গতকাল তুলে ধরার চেষ্টা করেছিলেন মুলায়ম সিং যাদব৷ কিন্তু রাত পোহাতে না পোহাতেই বোঝা গেল তা আসলে ভাবের ঘরে চুরি৷ এবার অখিলেশ ঘনিষ্ঠ মন্ত্রীকেই দল থেকে বহিষ্কার করলেন শিবপাল যাদব৷
কাকা-ভাইপোর লড়াইয়ে উত্তরপ্রদেশে রীতিমতো বেআব্রু সমাজপার্টি পার্টির অন্দরমহল৷ পারিবারিক বিবাদ, ক্ষমতা দখলের লড়াই কোনওকিছুই গোপন থাকছে না৷ এমনকী প্রকাশ্যে হাতাহাতি অবধি গড়িয়েছে এই বিতণ্ডা৷ আসন্ন নির্বাচনের প্রাক্কালে এই ঘরোয়া কোন্দল যে মায়াবতীকেই মসনদ দখলে সুবিধা করে দিচ্ছে তা বুঝেছেন প্রবীণ মুলায়ম৷ নিজে দুই যুযুধান পক্ষের মধ্যে দাঁড়িয়ে বিবাদ মেটানোর চেষ্টাও করেছেন৷ যদিও তা সম্ভব হয়নি৷ তবে গতকাল অখিলেশ ছাড়াই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছিলেন প্রবীণ ‘নেতাজি’৷ ‘সপা’র অন্দরের সব গণ্ডগোলের উপর পর্দা টেনে আপাত একতার ছবিটিই তুলে ধরেছিলেন৷ কিন্তু বাস্তবের ছবিটি ঠিক তার উল্টো৷ এবার অখিলেশ ঘনিষ্ঠ নেতাকেই বহিষ্কার করলেন শিবপাল যাদব৷ পবন পাণ্ডে নামে ওই নেতাকে ছয় বছরের জন্য বহিষ্কার করে শিবপালের দাবি, মুখ্যমন্ত্রী অখিলেশও তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করুন৷ শিবপালের এই পদক্ষেপ অখিলেশ কীভাবে নেবেন তা নিয়ে আবারও প্রশ্ন উঠল৷ আজ রথ যাত্রা নিয়ে ফের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী৷ তবে তার আগে আদৌ দলের ভারসাম্যটি স্থির থাকল কি না, তা নিয়ে ঘোর সন্দেহে দেশের রাজনৈতিক মহল৷
The post শিবপালের নির্দেশে দল থেকে বরখাস্ত অখিলেশ ঘনিষ্ঠ মন্ত্রী appeared first on Sangbad Pratidin.