সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই ওয়ানডে বিশ্বকাপ। একে অপরকে মাপার কাজ শুরু করে দিয়েছে প্রত্যেকটা দল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের প্রাক্তন তারকারা যেমন দাবি করছেন, এবার তাঁদের দেশ বিশ্বজয়ী হতেই পারে, তেমনই টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখছেন ভারতের প্রাক্তনীরাও। আসন্ন বিশ্বকাপ নিয়ে যখন সরগরম ক্রিকেট দুনিয়া, ঠিক তখনই সকলকে চমকে দিলেন শোয়েব আখতার। জানালেন, বাইশ গজে কামব্যাক করতে চলেছেন তিনি!
না, কোনও সূত্রের খবর নয়। সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি ভিডিও পোস্ট করে এ বার্তা দিয়েছেন প্রাক্তন পাক পেসার। যাঁর পেস এককালে বাইশ গজে ঝড় তুলত। যে পেসের সামনে কুপোকাত হয়েছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যান। সেই গতির কথা মনে করিয়ে দিতেই নাকি ফিরছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস। ভিডিওতে শোয়েব জানান, ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তেই প্রত্যাবর্তন করছেন তিনি। তাঁর কথায়, “আজকালকার বাচ্চারা মনে করে তারা সব জানে। কিন্তু তাদের বুঝিয়ে দেব গতি কাকে বলে। এবার আমিও লিগ খেলব। আসছি আমি। তাই সাবধান।”
[নির্বাচক প্রধানকে পেটানোর শাস্তি, আজীবন নির্বাসিত ক্রিকেটার]
শোয়েবের ভিডিওয় ছড়িয়ে পড়তেই ক্রিকেটপ্রেমীদের কৌতূহল বেড়েছে। ব্যাপারটা কী? ২০১১ বিশ্বকাপের পর ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন শোয়েব। তারপর অবশ্য় ক্লাব ক্রিকেটে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এবার সত্যিই কি অবসর ভেঙে কামব্যাক করতে চলেছেন তারকা পেসার? বিষয়টি নিয়ে অনেকেই ধন্দে। আর ধন্দ আরও বাড়িয়ে দিয়েছেন শোয়েবের এককালের সতীর্থরা। প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমও জানতে চেয়েছেন, সত্যিই তিনি ফিরছেন কি না। শুধু তাই নয়, আরেক পাক তারকা শোয়েব মালিকও প্রাক্তন পেসারকে স্বাগত জানিয়েছেন। লিখেছেন, “আপনার পেস অ্যাকশন দেখার অপেক্ষায় রইলাম।” মজার বিষয় হল, বৃহস্পতিবারই শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তাই অনেকেই মনে করছেন, সেই লিগেই হয়তো কোনও এক ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে মাঠে নামবেন ৪৩ বছরের তারকা। তবে সত্যিটা জানতে আরও খানিকটা অপেক্ষা করতেই হবে।
[বিশ্বকাপের পরই কি অবসর নিচ্ছেন ধোনি? মুখ খুললেন প্রধান নির্বাচক]
The post অবসর ভেঙে ক্রিকেটের বাইশ গজে ‘প্রত্যাবর্তন’ শোয়েব আখতারের! appeared first on Sangbad Pratidin.