সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একটা টুইট৷ আর তাতেই ফের নেটিজেনদের রোষের শিকার হলেন লেখিকা শোভা দে৷
সোশ্যাল মিডিয়ায় বেশ নিয়মিত বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ৷ তাঁকে টুইট করে কোনও অনুরোধ জানালে অধিকাংশ সময়ই ইতিবাচক সাড়া মেলে৷ তাঁর টুইটার অ্যাকাউন্টকে দেশবাসী একপ্রকার সাহায্যের ভাণ্ডার হিসেবেই দেখে৷ আর সেই সুষমাকে টুইট করা নিয়ে কটাক্ষ করলেন শোভা দে৷ টুইটারে তিনি লিখেছেন, “২০১৭ সালে সুষমা স্বরাজের রেজোলিউশন হোক, কম টুইট করা৷” আর এতেই অসন্তুষ্ট সুষমা অনুগামীরা৷
লেখিকাকে কটাক্ষ করে ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা টুইট করেন, “শোভা দে’র এই বছরের প্রতিজ্ঞা হওয়া উচিত যে তিনি এমন টুইটই করবেন যা শোভা দেয়৷” আরেকজন লিখেছেন, “এবার হয়তো লিঙ্গ সমস্যায় পড়বেন লেখিকা৷ আর বিমানবন্দরে আটক করা হবে তাঁকে৷ তখন সুষমা স্বরাজের কাছে সাহায্য চাইতে হবে৷” আরও একধাপ এগিয়ে আরেক টুইটার ব্যবহারকারীর বক্তব্য, “শোভা দে ইচ্ছাকৃতভাবেই এমনটা করছেন৷ তাঁর সাহস থাকলে সুষমা স্বরাজের জায়গায় বসে দেখান৷”
এর আগে রিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স নিয়ে টুইট করে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি৷ সেবার শোভা দে লিখেছিলেন, পদক জয়ের জন্য নয়, অ্যাথলিটরা বিদেশ ঘুরতে আর সেলফি তুলতেই রিও গিয়েছেন৷ তাঁর সেই টুইট নিয়ে দেশ জুড়ে উঠেছিল বিতর্কের ঝড়৷ এবার ফের বিদেশমন্ত্রীকে নিয়ে ঠাট্টা করায় সোশ্যাল মিডিয়ায় বিরাগভাজন হলেন তিনি৷
- চার মাসের জন্য বন্ধ সাউথ সিটি, কেনাকাটায় মিলবে আকর্ষণীয় ছাড়
- ‘পাকিস্তানের বিবেচনাহীন পদক্ষেপ পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলছে’