সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কিতনে আদমি থে?’ ভাবুন তো গব্বরের এই বিখ্যাত প্রশ্নের উত্তর যদি আপনি ‘সাম্বা’ হতে পারেন৷ যদি আপনার সামনেই ‘বীরু’কে বাঁচানোর জন্য ‘বাসন্তী’ নেচে ওঠে৷ ‘জয়’ যদি আপন মনে মাউথ অর্গ্যান বাজাতে শুরু করে, তাহলে? তাহলে বুঝবেন সবই কর্নাটক পর্যটন দপ্তরের কীর্তি৷ আজ্ঞে হ্যাঁ, ‘শোলে’র রিল লাইফের ম্যাজিক এভাবেই থ্রিডি রিয়্যালিটির মাধ্যমে ফিরিয়ে আনতে চলেছে কর্নাটক সরকার৷
[বিরল রোগে আক্রান্ত ৩ বাংলাদেশির চিকিৎসায় পাশে দাঁড়াল এয়ার ইন্ডিয়া]
কর্নাটকের রামনগরম জেলার পাহাড়ি এলাকায় ‘শোলে’র শুটিং করেছিলেন পরিচালক রমেশ সিপ্পি৷ জানা গিয়েছে, সেখানেই গড়ে উঠবে এই অত্যাধুনিক থ্রি-ডি ভারচুয়াল রিয়্যালিটি ভিলেজ৷ যেখানে ছবির বিখ্যাত দৃশ্যগুলি সাজিয়ে তোলা হবে থ্রি-ডি পেন্টিং ও ভারচুয়াল রিয়্যালিটি প্রযুক্তির মাধ্যমে৷ শুধুমাত্র দর্শন নয়, নিজের পছন্দের চরিত্র অনুযায়ী সেই দৃশ্যে অংশগ্রহণও করতে পারবেন দর্শকরা৷ ধরুন গব্বর যদি বলে ওঠে ‘ইয়ে হাত হামকো দে দে ঠাকুর?’, তাহলে ঠাকুরের বদলে আপনিও উত্তর দিতে পারবেন৷
[‘রাজপুত নয়, যোধাবাঈ ছিলেন পর্তুগিজ মহিলা’]
সাতের দশকের সেই নস্টালজিয়াকে ফেরত আনার জন্য ইতিমধ্যে ৪২,১৮৪ স্কয়ার ফিট এলাকা বেছে নিয়েছে কর্নাটকের পর্যটন দপ্তর৷ খরচ বরাদ্দ করা হয়েছে সাড়ে সাত কোটি টাকা৷ হয় পিপিপি মডেলে, নয়তো পুরোটাই সরকারি খরচে পুরো ভারচুয়াল রামগড় গড়ে তোলার ভাবনাচিন্তা করা হচ্ছে৷
[‘৫০০ টাকা দেয়নি ইয়াহিয়া, অর্ধেক দেশ দিয়ে ঋণ মেটাচ্ছে পাকিস্তান’]
The post নস্টালজিয়া উসকে ফিরছে গব্বর সিং, কীভাবে জানেন? appeared first on Sangbad Pratidin.