shono
Advertisement

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন মন্ত্রী সাধন পাণ্ডের, চোখের জলে বাবাকে বিদায় শ্রেয়ার

বিধানসভায় প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।
Posted: 02:04 PM Feb 21, 2022Updated: 02:11 PM Feb 22, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডের। চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন মেয়ে শ্রেয়া পাণ্ডে। তার আগে বিধানসভায় প্রয়াত সাধন পাণ্ডেকে (Sadhan Pande) শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মরদেহে মাল্যদান করেন বিরোধী দলের নেতারাও।

Advertisement

সোমবার দুপুর ১২টা নাগাদ রাজ্যের বর্ষীয়ান বিধায়ক তথা মন্ত্রী সাধন পাণ্ডের দেহ নিয়ে আসা হয় বিধানসভায়। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান সহকর্মী, নেতা, মন্ত্রীরা। হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেয়ে শ্রেয়া পাণ্ডের প্রতিও সহানুভূতি জানান তিনি। বাবার প্রয়াণে কান্নায় ভেঙে পড়েন শ্রেয়া। বিধানসভায় উপস্থিত হয়েছিলেন হলদিয়ার বিজেপি (BJP) বিধায়ক তাপসী মণ্ডল, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষরা। সাধন পাণ্ডের মরদেহে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন তাঁরা। বিধানসভা থেকে মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় নিমতলা শ্মশানে। যেখানে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই গান স্যালুটের মধ্যে দিয়ে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। 

[আরও পড়ুন: আনিসকাণ্ডে নিরপেক্ষ তদন্তে SIT গঠনের নির্দেশ, ‘দোষী হলে আমিও শাস্তি পাব’, বললেন মমতা]

দীর্ঘ লড়াইয়ের পর রবিবার সকালে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাধন পাণ্ডে। গতকাল রাতেই তাঁর দেহ নিয়ে আসা হয় কলকাতায়। রাতে পিস ওয়ার্ল্ডে থাকার পর এদিন সকালে উত্তর কলকাতার বাসভবনে নিয়ে যাওয়া হয় তাঁর নশ্বর দেহ। বিধানসভায় বর্ষীয়ান মন্ত্রীকে শ্রদ্ধা জানান রাজনৈতিক ব্যক্তিত্বরা।

সাধন পাণ্ডে ছিলেন রাজ্য রাজনীতির সেই বিরল ঘরানার নেতা, যাঁরা পার্টিলাইনের তোয়াক্কা না করে সোজা কথা সোজা করে বলতে পারেন। মূলত উত্তর কলকাতা কেন্দ্রিক রাজনীতি করলেও কংগ্রেসের (Congress) অন্দরে তাঁর প্রভাব ছিল ঈর্ষণীয়। কংগ্রেস এবং তৃণমূলের টিকিটে মোট ৯ বার বিধানসভা ভোটে লড়েছেন সাধনবাবু। বিধানসভা ভোটে একবারও তাঁকে হারের মুখ দেখতে হয়নি। মন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। 

[আরও পড়ুন: ‘বুথ দখল করলে, ইভিএম ভাঙব’, পুরভোটের প্রচারে বেলাগাম অর্জুন সিং, পালটা কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement