সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে খেলতেই চাননি। তার পরে বোর্ডের নির্দেশে বাধ্য হয়ে রনজি ট্রফিতে নামলেন। কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়ে ফিরে গেলেন। এক ঝলকে এটাই শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) রনজি ম্যাচের কাহিনী।
বোর্ডের নির্দেশ সত্ত্বেও রনজি খেলার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না মুম্বইয়ের (Mumbai) তারকা ব্যাটারের। তার জন্য ভুয়ো চোটের কথাও বলেছিলেন শ্রেয়স। তবে এনসিএ স্পষ্ট জানিয়ে দেয়, ম্যাচ খেলতে কোনও অসুবিধা নেই তারকা ব্যাটারের। তার পরেই বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়, যে সমস্ত ক্রিকেটার জাতীয় দলে খেলছেন না তাঁরা ফিট থাকলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে।
[আরও পড়ুন: EXCLUSIVE: মোদির সভায় বিজেপিতে যোগ, ভোটে তমলুকের প্রার্থী হচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়!]
কিন্তু সেই নির্দেশ না মেনেই কেকেআরের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিলেন শ্রেয়স। ভারতীয় টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে এভাবে শ্রেয়সের কেকেআরের অ্যাকাডেমিতে যাওয়া ভালোভাবে নেননি অজিত আগরকর। শোনা গিয়েছে, কেকেআর শিবিরে যোগ দেওয়ার ফলেই বিসিসিআইয়ের (BCCI) কোপে পড়েন। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় শ্রেয়সের নাম। সাফ জানিয়ে দেওয়া হয়, চুক্তি পুনর্নবীকরণের সময়ে তাঁর নাম বিবেচনাই করা হয়নি।
তার পরেই শোনা যায়, অবশেষে রনজি ম্যাচে খেলতে রাজি হয়েছেন কেকেআর অধিনায়ক। শনিবার থেকে তামিলনাড়ুর বিরুদ্ধে রনজি ম্যাচে দেখা যায় শ্রেয়সকে। প্রথমদিন স্লিপে একটি ক্যাচ ছেড়েছিলেন তিনি। পরের দিন ব্যাট করতে নেমে মাত্র ৮টি বল ক্রিজে টিকেছিলেন। ৩ রান করে আউট হন শ্রেয়স। শর্ট বলের বিরুদ্ধে বরাবরই দুর্বল তিনি। সেই অস্ত্রেই ফের ঘায়েল হলেন শ্রেয়স।