shono
Advertisement

পরিণতি পাচ্ছে সারা-শুভমানের প্রেম? বিয়ের খবর ফাঁস করলেন এই ক্রিকেটার

কবে বিয়ে শুভমান-সারার!
Posted: 06:11 PM Nov 09, 2023Updated: 06:15 PM Nov 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই সারাকে নিয়ে ভালোই ফেঁসেছেন শুভমান গিল। একদল বলছেন সারা আলি খানের সঙ্গে প্রেম করছেন শুভমান। অন্য আরেক দল বলছেন শচীনকন্য়া সারা তেন্ডুলকরই নাকি শুভমানের মন কেড়েছেন। তবে দুই সারা বা শুভমান কেউই এসব প্রেম-টেম নিয়ে মুখ খুলছেন না। অবশ্য় ‘কফি উইথ করণে’ শুভমান গিলের প্রসঙ্গ উঠতেই সারা আলি খান স্পষ্ট বলেছেন , ”সবাই ভুল সারার পিছনে দৌড়চ্ছে। ” তবে এত গুঞ্জনের মাঝে এবার নতুন খবর হল, শচীনকন্যার সঙ্গেই নাকি বিয়ে করতে চলেছেন শুভমান। আর একথা টুক করে ফাঁস করে বসলেন শুভমানের প্রিয় বন্ধু ও ক্রিকেটার চিরাগ সূরি!

Advertisement

[আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর পরই অবাক কাণ্ড! ‘ও তো আমার নাতনি’, আজব দাবি প্রৌঢ়ের]

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে কথায় কথায় শুভমানের বিয়ের কথা বলে ফেললেন চিরাগ। চিরাগকে, এর পর কোন ভারতীয় ক্রিকেট তারকা বিয়ে করবেন প্রশ্ন করা হলে, চিরাগের সোজা উত্তর, ”এবার মনে হয় শুভমান বিয়ে করবেন। ওঁর তো সারা নামে একজন প্রেমিকাও রয়েছে। যিনি কিনা শচীন তেন্ডুলকরের মেয়ে।”

সূত্র বলছে, চিরাগের এই সাক্ষাৎকার ভাইরাল হতেই শুভমান নাকি চিরাগের উপর বেশ অসন্তুষ্ট। রেগেমেগে শুভমান নাকি চিরাগকে ইনস্টাগ্রামে আনফলোও করেছেন।

[আরও পড়ুন: মিমির পরিবারের কালীপুজোয় এবার বলি বন্ধ, ৩০০ বছর পর কষ্টিপাথরে প্রতিষ্ঠিত হবেন দেবী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement