সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমিত ওভারের ক্রিকেটে যতটা ভালো, পাঁচ দিনের ফরম্যাটে ততটা নন। এমন সমালোচনা চলছিল তাঁকে নিয়ে।
টেস্ট ফরম্যাটে তিনি ব্যর্থ হচ্ছেন এমনও বলা হচ্ছিল। সেই শুভমান গিল (Shubman Gill) ধরমশালায় সেঞ্চুরি হাঁকালেন। শতরানের পরে গিলের উদযাপন দেখে স্ট্যান্ডে বসা তাঁর বাবা আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলেন না।
ছেলে পঞ্চাশ করার পরে লখীন্দর গিলকে ক্যামেরা ধরে। সেই সময়ে শুভমানের বাবাকে বিশেষ প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। শোয়েব বশিরকে বাউন্ডারি হাঁকিয়ে গিল সেঞ্চুরি করার পরে স্থির থাকতে পারেননি তাঁর বাবাও। তিনি উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন। শূন্যে হাত ছুঁড়তে থাকেন।
[আরও পড়ুন: ধোনি আ রাহা হ্যায়, আইপিএলের প্রস্তুতি শুরু মাহির]
গিলের বাবার মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি গর্বিত। তাঁর মুখে খেলা করছিল স্মিত হাসি। ওই হাসি বলে দিচ্ছিল ছেলের সেঞ্চুরি দেখে কতটা তৃপ্ত তিনি।
সেঞ্চুরির পরে হেলমেট খুলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায় শুভমান গিলকে। লখীন্দরই প্রথম কোচ শুভমানের। খুব কড়া ছিলেন তিনি। অল্প রানে শুভমান আউট হয়ে গেলে, রানে ফেরার জন্য ছেলেকে কঠিন পরামর্শ দেন লখীন্দর গিল। ধরমশালা টেস্টের আগেও নিশ্চয় বাবার কাছ থেকে পরামর্শ পেয়েছিলেন শুভমান।